কারেন্ট ট্রান্সফরমার (CT) এবং ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত? - EEELearner

Wednesday, 6 February 2019

demo-image

কারেন্ট ট্রান্সফরমার (CT) এবং ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত?

CT কারেন্ট ট্রান্সফরমার, ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত?


ct
 ট্রিপিং সার্কিট


হ্যালো, বন্দুরা কেমন আছেন,
আশা করি ভাল।
আজ আমি, (CT) কারেন্ট ট্রান্সফরমার, ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত? তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেকেই জানি কারেন্ট ট্রান্সফরমার কারেন্ট পরিমাপ করে কিন্তু অনেকে জানি না কারেন্ট ট্রান্সফরমার লাইন কে রক্ষা করে।যাই হোক আজ আলোচনা থাকবে  (CT) কারেন্ট ট্রান্সফরমার, ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত?

তাহলে দেখে নেই কি কি প্রশ্ন থাকতে পারে,

১. (CT) কারেন্ট ট্রান্সফরমার কি?
২. (CT) কারেন্ট ট্রান্সফরমার রেটিং কিভাবে বের করবো?
৩. (CT) কারেন্ট ট্রান্সফরমার কখন লাইন কে রক্ষা করে?
৪. ট্রিপিং সার্কিট কি?
৫. ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে?
৬. ট্রিপিং সার্কিট এর কয়টা পয়েন্ট (কয়েল) থাকে?
৭. ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কিভাবে সেট করা হয়?
৮. ১৫০/৫/৫ মানে কি বোঝায়?

সমাধানঃ

প্রশ্নঃ (CT) কারেন্ট ট্রান্সফরমার কি?

উওরঃ (CT) কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে মূলত কারেন্ট পরিমাপ করা এবং রক্ষা করা এমন একটি ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার।

প্রশ্নঃ (CT) কারেন্ট ট্রান্সফরমার রেটিং কিভাবে বের করবো?

কারেন্ট ট্রান্সফরমারের রেটিং বের করার জন্য লাইন কারেন্ট জানতে হবে,যা আমাদের উপরের চিত্রে দেওয়া আছে।

যদি লাইন কারেন্ট 87A,
তাহলে এর সাথে সেফটি ফ্যাক্টর গুন করতে হবে,(১.২)

87A*1.2 (সেফটি ফ্যাক্টর গুন)
105A (অ্যাম্পিয়ার), তাহলে আমরা কারেন্ট পেলাম ১০৫ অ্যাম্পিয়ার কিন্তু আমার (CT) কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন করার সময় আমরা যে কারেন্ট রেটিং পেয়েছি তার  উপরের রেটিং নিয়ে (CT) কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন করবো। ধরে নেয় উপরের রেটিং হচ্ছে ১৫০ অ্যাম্পিয়ার
(CT) কারেন্ট ট্রান্সফরমার রেটিং হলো = ১৫০ অ্যাম্পিয়ার (১৫০/৫/৫)

প্রশ্নঃ ১৫০/৫/৫ মানে কি বোঝায়?

তাহলে ট্রান্সফরমারের রেটিং হচ্ছে ১৫০/৫/৫,যা চিত্রে দেয়া আছে।এখন আমরা জেনে নেয়,যে ১৫০/৫/৫ মানে কি বুঝানো হয়েছে।

১৫০= মানে কারেন্ট ট্রান্সফরমারের রেটিং (প্রাইমারি কারেন্ট)
৫= মানে রিলে রেটিং
এবং ৫= মানে হলো মিটার রেটিং
চিত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট ট্রান্সফরমারের দুটো পার্ট থাকে একটি হলে মিটারিং এবং অন্য টি হলো প্রোটেকশন পার্ট (রিলে)।

ct1
কারেন্ট ট্রান্সফরমার

প্রশ্নঃ ট্রিপিং সার্কিট কি এবং কিভাবে সার্কিট ব্রেকার ট্রিপ করে?

উওরঃ এখন আসুন জেনে নেই ট্রিপিং সার্কিটের কয়টা পয়েন্ট থাকে।
ট্রিপিং সার্কিটের ৩টা পার্ট থাকে,
১. চার্জিং পয়েন্ট (কয়েল)
২. অন পয়েন্ট (কয়েল)
৩. ট্রিপিং পয়েন্ট (কয়েল)


কিভাবে কাজ করেঃ

আমাদের লাইনে যে কারেন্ট প্রবাহিত হয়তা নরমাল কারেন্ট,যা CT ভিতর প্রবাহিত দিয়ে সহজে প্রবাহিত হয়। এবং CT যে (১৫০) রেটিং আছে তার নিচে প্রবাহিত হওয়া কারেন্ট কে নরমাল কারেন্ট বলে।
যখন কোন কারনে লাইনের কারেন্ট,CT রেটিং এর চেয়ে বেশি হয়ে প্রবাহিত হয় তখন একে বলে ওভার কারেন্ট।

এই ওভার কারেন্ট যখন লাইনে প্রবাহিত হয় তখন CT বাধা দেয় এবং অতিরিক্ত কারেন্ট বাই পাস করে রিলে তে ট্রান্সফার করে দেয়। যা চিত্রটি লক্ষ করলে দেখতে পাবেন।

তখন রিলে থাকা চার্জিং কয়েল এনার্জাইড হয়,আমরা জানি রিলে এক প্রকার সুইচিং ডিভাইস,যখন রিলে কয়েল এনার্জাইড তখন রিলের সুইচ অন হয় এবং যখন রিলে কয়েল এনার্জাইড না হয় তখন সুইচ অফ হয়ে যায়। এখানে যেহেতু রিলে কয়েল এনার্জাইড হয়েছে তাই রিলে সুইচ অন হলো বা অন কয়েল অন হলো।

অন কয়েল অন হওয়া মানে উপরে রিলের সুইচের সাথে কানেকশন থাকা, ওপেন সার্কিট ক্লোজ হবে,আমরা জানি ক্লোজ সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় ওপনে সার্কিট কারেন্ট প্রবাহিত পারে না। এবং সার্কিটে সব সময় একটা ডিসি সোর্স দেয়া থাকে,যখনি রিলে সুইচ অন হবে তখনি ওপেন সার্কিট ক্লোজ হয়ে তার সাথে থাকা ট্রিপিং কয়েল এনার্জাইড হয়ে VCB সার্কিট ব্রেকার ট্রিপ করবে এবং ট্রিপ করার সাথে সাথে সার্কিট ব্রেকার লাইন কে ডিসকানে করে দিবে।এই ভাবে ট্রিপিং কয়েল কাজ করা বা কারেন ট্রান্সফরমার কাজ করে।

প্রশ্নঃ ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কিভাবে সেট করা হয়?

এখন দেখবো কত সময় নিয় ট্রিপিং কয়েল ট্রিপ করে।
আমরা জানি কারেন্ট ট্রান্সফরমার রেটিং ১৫০ অ্যাম্পিয়ার,
তাহলে।
১৫০=৫
১=৫/১৫০
৮৭=(৫*৮৭)/১৫০
কারেন্ট ট্রান্সফরমার রেটিং = ২.৯ অ্যাম্পিয়ার

২.৯ অ্যাম্পিয়ার কারেন্ট ই হচ্ছে ট্রিপিং কারেন্ট।কারেন্ট ট্রান্সফরমার যখন রিলে কারেন পাঠায় তখন ২.৯ অ্যাম্পিয়ারের কারেন্ট রিলে কয়েলে দিয়ে প্রবাহিত হলেই ট্রিপিং সার্কিট ট্রিপ করবে। তাহলে আমাদের সেটিং কারেন্ট হবে ২.৯ অ্যাম্পিয়ার।



সর্বশেষ কথা হলো,কারেন্ট ট্রান্সফরমার (CT) এবং  ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত? ইত্যাদি সম্পর্কে আপনি যতবেশি জানবেন তত ভাল, কারন ভাইবা তে এর সম্পর্কে অনেক প্রশ্ন আস্তে পারে।

জানি না কারেন্ট ট্রান্সফরমার (CT) এবং  ট্রিপিং সার্কিট কিভাবে ট্রিপ করে এবং ওভার কারেন্টের সময় রিলের সেটিং কারেন্ট কত হয় তা  নিয়ে যা কথা বলার চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন কি না,তবে আশা করি  কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।


ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Comment Using!!

2 comments:

  1. blogger_logo_round_35

    কিভাবে ১৬/২০ এমভিএ ৩৩/১১ কেভি লাইনে ক্যাবল সিলেকশন করা হয়?

    ReplyDelete
    Replies
    1. blogger_logo_round_35

      short circuit onusare;
      A=I(KA)*root t/k
      Here,k=0.143 r t=1 sec

      Delete