কিভাবে 3150KVA সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশন করা যায়। - EEELearner

Tuesday, 30 October 2018

কিভাবে 3150KVA সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশন করা যায়।

 সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশন করা যায়।
সাব-স্টেশন ডিজাইন ডায়াগ্রাম


















হ্যালো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।

আজ আমি কিভাবে 3150KVA সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশন করা যায় বিস্তারিত আলোচনা করবো। মোটামোটি এই আলোচনায় যা থাকবে, 

কিভাবে 3150KVA সাব-স্টেশন ডিজাইন করা যায়,
কিভাবে সাব-স্টেশন হাই/লো-ভোল্টেজ সাইডের কারেন্ট বের করা যায়,
কিভাবে সার্কিট ব্রেকার সিলেকশন করা যায়,
কিভাবে ক্যাবল সিলেকশন করা যায়,
কিভাবে PFI সিলেকশন করা যায়,
কিভাবে লো-ভোল্টেজ লাইনের লোড ক্যালকোলেশন করা যায়,
কিভাবে বাসবার সিলেকশন করা যায়, ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশা-আল্লাহ। ভুল হলে সংশোধনের জন্য ভুল গুলো ধরে দিবেন।


হাই-ভোল্টেজ লাইনের কারেন্ট ক্যালকোলেশনঃ

হাই-ভোল্টেজ লাইনের কারেন্ট বের করতে হলে,
হাই/লো-ভোল্টেজ সাইডের কারেন্টআমরা পাওয়ারের সূত্র জানি,

P=√3 VI  

here,                                    

√3=1.7320,  V=11KV=11000V
P=3150KVA=3150000

I=P/√3 V=3150000/1.7320*11000
  I=165A  


লো-ভোল্টেজ লাইনের কারেন্ট ক্যালকোলেশনঃ


লো-ভোল্টেজ লাইনের কারেন্ট বের করতে হলে,

আমরা পাওয়ারের সূত্র জানি,

P=√3 VI 
here,               
√3=1.7320,                  
V=0.4KV=400V                                
P=3150KVA=3150000

I=P/√3 V=3150000/1.7320*400
 I=4547A  


লো-ভোল্টেজ লাইনের সার্কিট ব্রেকার সিলেকশনঃ

লো-ভোল্টেজ লাইনের সার্কিট ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে লো-ভোল্টেজ লাইনের কারেন্টের উপর সার্কিট ব্রেকারের রেঞ্জ নির্ভর করে। কারন কারেন্টের মানের কাছাকাছি বা উপরের যে মানের সার্কিট ব্রেকারের আছে ঐ মানের সার্কিট ব্রেকার সিলেকশন করতে হয়।

আমাদের লাইন কারেন্ট হচ্ছে,
 I=4547A  
তাহলে  4547A উপরের রেঞ্জের সার্কিট ব্রেকার হচ্ছে ACB,5000A  
নিচে সার্কিট ব্রেকারের লিস্ট দেয়া হলো,

 সার্কিট ব্রেকার সিলেকশন
 MCCB সার্কিট ব্রেকার
সার্কিট ব্রেকার সিলেকশন
ACB সার্কিট ব্রেকার













সার্কিট ব্রেকার CB=5000A (ACB)   ACB=Air circuit breaker


লো-ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশনঃ

আমরা জানি ক্যাবল সিলেকশনের ক্ষেত্রে সবসময় সার্কিট ব্রেকারের থেকে বড় হয় বা বেশি মানের ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে।
আমাদের লো-ভোল্টেজ লাইনের সার্কিট ব্রেকারের মান হচ্ছে ACB=5000A ।এই মানের থেকে বেশি মানের ক্যাবল সিলেকশন করতে হবে।তাহলে আমাদের কে নিচের মানের ক্যাবল সিলেকশন করতে হবে,

৪*৬*(১*৫০০)r.m, 
এখানে ১*৫০০r.m=৯০০অ্যাম্পিয়ার         (ক্যাবল > সার্কিট ব্রেকার) 
তাহলে ৬*৯০০=৫৪০০অ্যাম্পিয়ার
এবং ৪ হলো থ্রী ফেজ ও নিউট্রাল লাইন

লো-ভোল্টেজ লাইনের বাসবার সিলেকশনঃ 


আমরা জানি বাসবার সিলেকশন করতে হলে,লাইনের কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর হিসাবে ১.২৫ গুন করতে হবে।

আমাদের লাইন কারেন্ট ৪৫৪৭আম্পিয়ার*১.২৫

=৫৬৮৪অ্যাম্পিয়ার

আমরা বাসবার সিলেকশনের জন্য জানি,     ২আম্পিয়ার=১ স্কয়ার মিলি মিটার 
তাহলে,       
                                                 ৫৬৮৪অ্যাম্পিয়ার=২৮৪২ স্কয়ার মিলি মিটার

আমরা জানি বাসবার সিলেকশন করতে কপারের পাতের, হাইট*ওয়াইট(W*H) গুন করে বাসবার ক্যালকোলেশন করা হয়,

বাসবারের সাইজ অনুযায়ি, ১২০*১২=১৪৪০ স্কয়ার মিলি মিটার
তাহলে আমাদের ১৪৪০ স্কয়ার মিলি মিটার সাইজের দুইটা বাসবার প্রয়োজন ৫৬৮৪অ্যাম্পিয়ার লোডের জন্য। ২*(১২০*১২)

WEIGHT* HEIGHT(W*H)
(W*H)sqmm
(W*H)sqmm
25*05
60*05
100*08
30*05
60*08
100*10
30*08
60*10
100*12
35*05
70*05
110*08
35*08
70*08
110*10
40*05
70*10
110*12
40*08
70*12
120*08
40*10
80*05
120*10
50*05
80*08
120*12
50*08
80*10

50*10
80*12

এখানে ১২০*১২ সাইজের বাসবার নেয়ার করার কারন হচ্ছে আমাদের লোড কারেন্ট  অনেক বেশি।যদি লোড কারেন্ট ১০০০আম্পিয়ারের হতো,তাহলে ১০০*১০ সাইজের বাসবার ১টা ব্যবহার করা হতো।


লো-ভোল্টেজ লাইনের PFI সিলেকশনঃ

 PFI সিলেকশন
 PFI সিলেকশন ডায়াগ্রাম


পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট(PFI) সিলেকশন করতে হলে,আমাদের লাইনের মোট পাওয়ারের ৬০% নিতে হবে।      (PFI)power factor improvment



আমাদের লাইনের পাওয়ার হচ্ছে ৩১৫০কিলো/ভোল্ট/অ্যাম্পিয়ার
 ৩১৫০*৬০%=১৮৯০ কিলো/ওয়াট 

এখন আমরা জানি ২০০০কিলো/ভোল্ট/অ্যাম্পিয়ার থেকে ৪০০০কিলো/ভোল্ট/অ্যাম্পিয়ার পর্যন্ত ১২ স্টেপের ২টা PFI ব্যবহার করতে হয়। (১২+১২)
মানে ১৮৯০/২=৯৪৫ কিলোভার (৯৪৫+৯৪৫)কিলোভার।এবং PFI সবসময় কিলোভার(KVAR)হয়।     (945+945)KVAR  


লো-ভোল্টেজ (PFI)  লাইনের কারেন্ট ক্যালকোলেশনঃ



আমাদের লোড লাইনে দুইটা PFI ব্যবহার করা হয়েছে,দুইটা PFI এর মান একিই হবে,এই PFI এর মান 945 KVAR পাওয়ার দ্বারা লাইনের কারেন্ট বের করা যায়।এখানে sin মান ১ ধরা হয়েছে,তার মানে PFI এর মানে হলো লস কমানো,তাই আমরা sin মান ১ ধরে কারেন্ট বের করবো।



P=√3VIsin 

here,

p=945KVAR=945000
V=400V
sin=1

I=P/√3VSin∅=945000/1.7320*400*1
 I=1364A 


লো-ভোল্টেজ (PFI)  লাইনের সার্কিট ব্রেকার সিলেকশনঃ





আমরা জানি সার্কিট ব্রেকার সবসময় কারেন্টের উপর নির্ভর করে।লাইনের কারেন্ট যার তার কাছাকাছি বা উপরের মানের সার্কিট ব্রেকার সিলেকশন করবো।
আমাদের লাইন কারেন্ট হচ্ছে  I=1364A 

তাহলে সার্কিট ব্রেকার, লাইনের কারেন্টের উপরের মানের হচ্ছে   ACB=1600A  সার্কিট ব্রেকার। যেহেতু আমাদের লাইনে PFI দুইটা ব্যবহার করা হয়ছে,তাদের পাওয়ার একিই এবং কারেন্ট একিই হবে।তাই সার্কিট ব্রেকার একিই হবে।


লো-ভোল্টেজ (
PFI) লাইনের ক্যাবল সিলেকশনঃ


লো-ভোল্টেজ (PFI) লাইনের ক্যাবল সিলেকশনআমরা জানি ক্যাবল সার্কিট ব্রেকার থেকে বড় হয় বা বেশি হয়। তাহলে আমরা PFI লাইনে যে সার্কিট ব্রেকার ব্যবহার করেছি তা থেকে বড় হবে।

তাহলে আমাদের লাইনের সার্কিট ব্রেকার হচ্ছে ১৬০০অ্যাম্পিয়ার  তাহলে আমাদের কে নিচের মানের ক্যাবল সিলেকশন করতে হবে,



৩*৩*(১*২৪০)r.m
লাইনে কোন নিউট্রাল লাইন নাই,তাই এখানে ৩ ফেজ হবে শুধু। 



এখানে ১*২৪০=৫৫৫অ্যাম্পিয়ার    (ক্যাবল > সার্কিট ব্রেকার) 

      ৫৫৫*৩=১৬৬৫অ্যাম্পিয়ার
এবং ৩ হলো থ্রী ফেজ 







লো-ভোল্টেজ লাইনের লোড ক্যালকোলেশনঃ



আমাদের লো-ভোল্টেজ লাইনের লোড ক্যালকোলেশন করতে হলে আমাদের লাইনের পাওয়ার কে ০.৮ দ্বারা গুন করতে হবে।০.৮ হলো মোট পাওয়ার এবং আপারেন্ট পাওয়ারের আঙ্গেল।

  ৩১৫০*০.৮=২৫২০ কিলোওয়াট 
 লোড ক্যালকোলেশন
লোড ক্যালকোলেশন ডায়াগ্রাম


আমাদের যেহেতু চারটি লোড লাইন,তাই ২৫২০ কিলোওয়াট কে আমরা চারটি লোডের মধ্যে ভাগ করে দিবো।আপনি ইচ্ছে করলে লোড বাড়াতে ও কমাতে পারেন।অথবা ১টি লোডের মধ্যে দিয়ে সমস্থ পাওয়ার ব্যবহার করতে পারেন অথবা আপনার ইচ্ছে মত করে লোড ডিস্ট্রিবিউশন করতে পারেন।আমরা আমাদের ইচ্ছে মত করে লাইনে পাওয়ার লোড ব্যবহার করবো।
প্রথম লাইনে ১০২০ কিলোওয়াট,দ্বিতীয় ৭০০ কিলোওয়াট,তৃতীয় ৫০০ কিলোওয়াট এবং শেষের লাইনে ৩০০ কিলোওয়াট।


লো-ভোল্টেজ লাইনের কারেন্ট এবং সার্কিট ব্রেকার এবং ক্যাবল সিলেকশনঃ 


লাইনে লোডের কারেন্ট বের করতে হলে,কারেন্টের সুত্র অনুযায়ি

১০২০ কিলোওয়াট লাইনের কারেন্ট,


P=√3VIsin 

here,

p=1024KW=1020000W
V=400V
cos=0.8

I=P/√3VSin∅=1020000/1.7320*400*0.8
 I=1840A 


সার্কিট ব্রেকার সিলেকশন,

কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১.২৫গুন
1840A*1.25=2255A এর কাছাকাছি মান হলো ACB=2500A সার্কিট ব্রেকার।


ক্যাবল সিলেকশন,

সার্কিট ব্রেকার থেকে বড় বা বেশি ক্যাবলের সাইজ,
 ৪*৪*(১*৩০০)r.m      এখানে,  ১*৩০০=৬৪০অ্যাম্পিয়ার

৭০০ কিলোওয়াট লাইনের কারেন্ট,

লাইনে লোডের কারেন্ট বের করতে হলে,কারেন্টের সুত্র অনুযায়ি

P=√3VIsin 

here,

p=700KW=700000W
V=400V
cos=0.8

I=P/√3VSin∅=700000/1.7320*400*0.8
 I=1263A 

সার্কিট ব্রেকার সিলেকশন,

কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১.২৫গুন
1263A*1.25=1578A এর কাছাকাছি মান হলো ACB=1600A  সার্কিট ব্রেকার।


ক্যাবল সিলেকশন,

সার্কিট ব্রেকার থেকে বড় বা বেশি ক্যাবলের সাইজ,
 ৪*৪*(১*২৪০)r.m      এখানে,  ১*২৪০=৫৫৫ অ্যাম্পিয়ার

৫০০ কিলোওয়াট লাইনের কারেন্ট,

লাইনে লোডের কারেন্ট বের করতে হলে,কারেন্টের সুত্র অনুযায়ি
P=√3VIsin 

here,

p=500KW=500000W
V=400V
cos=0.8

I=P/√3VSin∅=500000/1.7320*400*0.8
 I=902A 


সার্কিট ব্রেকার সিলেকশন,

কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১.২৫গুন
902A*1.25=1128A এর কাছাকাছি মান হলো  ACB=1250A  সার্কিট ব্রেকার।


ক্যাবল সিলেকশন,

সার্কিট ব্রেকার থেকে বড় বা বেশি ক্যাবলের সাইজ,
 ৪*৪*(১*১২০)r.m       এখানে,  ১*১২০=৩৫০ অ্যাম্পিয়ার

৩০০ কিলোওয়াট লাইনের কারেন্ট,

লাইনে লোডের কারেন্ট বের করতে হলে,কারেন্টের সুত্র অনুযায়ি
P=√3VIsin 

here,

p=300KW=300000W
V=400V
cos=0.8

I=P/√3VSin∅=300000/1.7320*400*0.8
 I=541A 


সার্কিট ব্রেকার সিলেকশন,

কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর ১.২৫গুন
541A*1.25=677A এর কাছাকাছি মান হলো MCCB=800A সার্কিট ব্রেকার।


ক্যাবল সিলেকশন,

সার্কিট ব্রেকার থেকে বড় বা বেশি ক্যাবলের সাইজ,
 ৪*৩*(১*৯৫)r.m      এখানে,  ১*৯৫=৩০০অ্যাম্পিয়ার





3150KVA সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশন  নিয়ে যা আলোচনা করা হয়েছে,আশা করি   তা আপনারা বুঝতে পেরেছেন ,আমি চেষ্টা করেছি, 3150KVA সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশনের সমস্থ বিষয় আলোচনা করতে। আমি আশা করি 3150KVA সাব-স্টেশন ডিজাইন এবং ক্যালকোলেশন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।


ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।


3 comments:


  1. ৭০০ কিলোওয়াট লাইনের কারেন্ট,
    লাইনে লোডের কারেন্ট বের করতে হলে,কারেন্টের সুত্র অনুযায়ি

    P=√3VIsin∅

    here,

    p=700KW=700000W
    V=400V
    cos∅=0.8

    I=P/√3VSin∅=700000/1.7320*400*0.8
    I=1263A
    P=√3VIsin∅ sutro bosiycan ay ta. Ar man bosican cos∅=0.8
    aytuko busta aktu kosto hosca.

    ReplyDelete
  2. Cabler size kivabe likhchen bujhi nai
    1840A=4*4*(1*300)rm,1263A=4*3*(1*240) rm,902A=4*3*(1*150)rm,541A=4*2*(1*150) rm

    ReplyDelete