সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন না জানলেই নয়।পার্ট-২ - EEELearner

Sunday, 7 October 2018

সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন না জানলেই নয়।পার্ট-২

সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন না জানলেই নয়।পার্ট-২

জেনারেল বিষয়ক প্রশ্ন
জেনারেল বিষয়ক MCQ




1.    ধমনী শেষ হয় কোথায়: লসিকায়
2.    নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার: ১২৫ মিটার
3.    নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম: পিটুইটারি
4.    নিউরন কি: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
5.    পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি: পাকস্থলী
6.    পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে: অক্সিজেন বাহী রক্ত
7.    পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়: ডিওডেনাম
8.    প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ? উঃ ৭২
9.    প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে: অক্সিজেন মিশ্রিত
10.  প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি: দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি জাতীয় কাজ করা
11.  ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে: অস্থিতে
12.  বক্ষ গহ্বর উদর পৃথক রাখে কে:ডায়াফ্রাম
13.  বহিঃকর্ণ মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি: টিস্প্যানিক পর্দা
14.  বিলিরুবিন কোথায় তৈরী হয়: যকৃত
15.  ব্লাড ক্যান্সার কেন হয়: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
16.  ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে: অ্যাড্রনালিন
17.  ভিটামিন কে বি কোথায় সংস্লেসিত হয়: বৃহদন্তে
18.  মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়: ৩৫০ মি.লি.
19.  মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে: ডিম্বাণু
20.  মাইটোসিস কোথায় সংগঠিত হয়:দেহ কোষে
21.  মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে: টি
22.  মানব চোখে পেশীর সংখ্যা কত ? উঃ টি
23.  মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি: যকৃত
24.  মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো: ৩৩ টি
25.  মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী: হরমোন
26.  মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি: স্টেপিস
27.  মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে: উইলিয়াম হার্ভে
28.  মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি: ফিমার
29.  মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি: যকৃত
30.  মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় দীর্ঘ অস্থি কোনটি: উরুর অস্থি
31.  মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট: চার প্রকোষ্ট বিশিষ্ট
32.  মানুষ সাদা কালো হয় কোন হরমোনের কারণে:মেলানিন
33.  মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে: সিকামে
34.  মানুষের করোটিতে কতটি অস্থি থাকে: ২৪ টি
35.  মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো: 20 টি

No comments:

Post a Comment