কিভাবে ট্রান্সমিশন লাইনের কারেন্ট বের করতে হয়। - EEELearner

Sunday, 7 October 2018

demo-image

কিভাবে ট্রান্সমিশন লাইনের কারেন্ট বের করতে হয়।

প্রশ্নঃ কিভাবে ট্রান্সমিশন লাইনের কারেন্ট বের করতে হয়।

উওরঃ ট্রান্সমিশন লাইনের কারেন্ট বের করতে হলে, ট্রান্সমিশন লাইনের পাওয়ার এবং ভোল্টেজ জানতে হবে।
single+line+power+system1



আমরা উপরের চিত্র টি লক্ষ্য করলে দেখবো, ট্রান্সমিশন লাইনে পাওয়ার ও ভোল্টেজ দুটাই দেয়া আছে।
ট্রান্সমিশন লাইনের পাওয়ার হচ্ছে (P)=5MVA
transformer ভোল্টেজ হচ্ছে (Vp)=33KV      (primary side)
transformer ভোল্টেজ হচ্ছে (Vs)=11KV      (secondary side)

তাহলে, আমাদের বের করতে হবে,

ট্রান্সমিশন লাইনের ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট ও সেকেন্ডারি সাইডের কারেন্ট।

আমরা জানি,

Capture

এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন,পাওয়ারের ক্ষেত্রে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে এবং কারেন্ট বাড়লে ভোল্টেজ কমবে।
যেমনঃ যখন লাইন ভোল্টেজ 33KV ছিল তখন আমরা কারেন্ট পাই 87.48A ,আবার যখন লাইনের ভোল্টেজ কমে 11KV  হলো, তখন কারেন্টে বেড়ে দাড়াল 262.43A 

Comment Using!!

No comments:

Post a Comment