উপ সহকারি প্রকোশলী জবের জন্য ইলেকট্রিক্যাল সার্কিট-১ থেকে গুরুত্বপুর্ন ডেফিনেশনঃ (পার্ট-১)
১।বৈদ্যুতিক নেটওয়ার্ক কি? কত প্রকার? ও কি
কি?
উত্তরঃ দুই বা ততোদিক সরল সার্কিট উপাদান
পরস্পর যুক্ত হয়ে যে সার্কিট গঠিত হয়, তাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক বলে।
বৈদ্যুতিক নেটয়ার্ক ৪ প্রকার।
- একটিভ নেটওয়ার্ক
- প্যাসিভ নেটওয়ার্ক
- এল- নেটওয়ার্ক
- টি- নেটওয়ার্ক
২। একটিভ নেটওয়ার্ক ও প্যাসিভ নেটওয়ার্ক কাকে বলে?
উত্তরঃ
একটিভ নেটওয়ার্কঃ
হচ্ছে এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক,যাতে এক বা একাদিক ই এম এফ এর উৎস থাকে।
প্যাসিভ নেটওয়ার্কঃ হচ্ছে এমন একটি সার্কিট
বা নেটওয়ার্ক,যাতে কোন ই এম এফ এর উৎস থাকে।
৩। কারেন্ট সোর্স কি?
উত্তরঃ কারেন্ট সোর্স হচ্ছে এমন একটি
সোর্স,যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন যাই হোক না কেন,এর সোর্সের প্রান্তদ্বয়ের
মাধ্যমে নির্দিষ্ট পরিমান কারেন্ট বিতরন করে।
৪। ভোল্টেজ সোর্স কি?
উত্তরঃ ভোল্টেজ সোর্স হচ্ছে এমন একটি
সোর্স,যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন উপর নির্ভর না করেই,এর সোর্সের
প্রান্তদ্বয়ের নির্দিষ্ট পরিমান ভোল্টেজ পাওয়া যায়।
৫। সার্কিট প্যারামিটার বলতে কি বুঝায়?
উওরঃ বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন
উপাদান বা ইলিমেন্ট (যেমনঃ রেজিস্ট্যান্স,ক্যাপাসিট্যান্স, ও ইন্ডাক্ট্যান্স) কে
সার্কিট প্যারামিটার বলে।
৬। ইন্ডাকট্যান্স কাকে বলে? এর প্রতিক কি?
এবং এর একক কি?
উওরঃ ইন্ডাকট্যান্স হচ্ছে কয়েলের একটি বিষেশ
ধর্ম, যা কয়েলে প্রবাহিত কারেন্ট বা কয়েলের চারদিকে উৎপন্ন ফ্লাক্সের হ্রাস বা
বৃদ্ধিতে বাধা দান করে।
এর প্রতিক হচ্ছে L, এবং একক হচ্ছে হেনরী (H বা h)
৭। ক্যাপাসিট্যান্স কাকে বলে? এর প্রতিক কি?
এবং এর একক কি?
উওরঃ ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্য যখন পটেনশিয়াল
পার্থক্য বিরাজমান থাকে,অর্থাৎ যখন ভোল্টেজ আবিশিত হয়,তখন উহাতে বৈদ্যুতিক শক্তি
সঞ্চয় করে রাখা ক্যাপাসিটরের একটি বিশেষ ধর্ম,এই ধর্ম বা বৈশিষ্ট্যকেই
ক্যাপাসিট্যান্স বলে।
ক্যাপাসিট্যান্সের প্রতিক হচ্ছে C এবং এর একক হচ্ছে ফেরাড বা মাইক্রো-ফেরাড (f বা µ f)
৮।ইম্পিড্যান্স কাকে বলে? এর প্রতিক কি? এবং
এর একক কি?
উওরঃ এ, সি সার্কিটে কারেন্ট প্রাবাহের মোট
বাধা কে ইম্পিড্যান্স বলে।
ইম্পিড্যান্সের প্রতিক হচ্ছে Z এবং এর একক ওহম।
No comments:
Post a Comment