কিভাবে ডিস্ট্রিবিউশন লাইনের সার্কিট ব্রেকার সিলেকশন করতে হয়ঃ
ডিস্ট্রিবিউশন লাইনে |
আমরা সবাই জানি সার্কিট ব্রেকার কি? কেন ব্যবহার করা হয়? তবে আমরা অনেকেই জানি না সার্কিট ব্রেকার কিভাবে সিলেকশন করতে হয়।
উপরের সার্কিট টি লক্ষ্য করলে দেখবেন, সার্কিটিতে দুই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ছে
VCB,এবং ACB,
কেন VCB,এবং ACB, ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করা হল? এবং VCB,এবং ACB এর পাশে যে রেঞ্জ দেওয়া আছে তা কিভাবে ক্যালকোলেশন করা হয়েছে । চলুন আজ তা নিয়ে আলোচনা করি।
প্রথমে আসা যাক,
সার্কিট ব্রেকার কি?
উওরঃ বৈদ্যুতিক সার্কিট ব্রেকার হচ্ছে এক
ধরনের সুইচিং ডিভাইস,যা বৈদ্যুতিক সিস্টেম কে
(পাওয়ার সিস্টেম) রক্ষা ও
নিয়ন্ত্রনের জন্য স্বয়ংক্রিয়ভাবে অথবা নিজে নিজে পরিচালিত হতে পারে।
সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়?
উওরঃ বৈদ্যুতিক সিস্টেম কে (পাওয়ার সিস্টেম) রক্ষা ও নিয়ন্ত্রনের জন্য। নিচে টেবিলে লো-ভোল্টেজ এবং হাই-ভোল্টেজ এর কিছু সার্কিট ব্রেকার রেঞ্জ দেওয়া হল,যা সার্কিট ব্রেকার সিলেকশন করতে খুবই দরকার।
বিভিন্ন সার্কিট ব্রেকারের রেঞ্জ ঃ
MCB (miniature circuit breaker) (LT) (0.4KV) |
MCCB (Moulded case circuit breakers) (LT) (0.4KV) |
ACB (Air circuit Breaker)
(LT) (0.4KV) |
BCV (Vacuume circuit Breaker
)
(HT) (33KV to 11KV ) |
2A
|
10A
|
630A
|
1260A
|
4A
|
16A
|
800A
|
630A
|
8A
|
20A
|
100A
|
|
10A
|
25A
|
1250A
|
|
12A
|
32A
|
1600A
|
|
16A
|
40A
|
2000A
|
|
20A
|
50A
|
2500A
|
|
25A
|
63A
|
3200A
|
|
32A
|
80A
|
4000A
|
|
40A
|
100A
|
5000A
|
|
50A
|
125A
|
6300A
|
|
63A
|
150A
|
||
200A
|
|||
250A
|
|||
300A
|
|||
400A
|
|||
630A
|
|||
800A
|
|||
1000A
|
|||
1250A
|
এখানে, দুই ধরনের সার্কিট ব্রেকার আছে, যা কিছু সার্কিট ব্রেকার কারেন্টের উপর বেস করে সিলেকশন করতে হয় যা LT সাইডে ব্যবহার করা হয় আবার কিছু সার্কিট ব্রেকার ভোল্টেজের উপর বেস করে সিলেকশন করেতে যা HT সাইডে ব্যবহার করা হয়।
LT -low tension side (MCB,MCCB,ACB)
HT-High tension side (VCB)
প্রথমে আসা যাক,
HT-High tension side (VCB) সিলেকশন।
HT-High tension side (VCB) সিলেকশন।
VCB (Vacuum Circuit Breaker)
HT-High tension side মূলত, 33 KV to 11 KV লাইন। এই HT সাইডে মূলত VCB (Vacuum Circuit Breaker) সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। কারন VCB এর রেঞ্জ
হচ্ছে 1250 A, 630 A।
উপরের চিত্রে লক্ষ্য করুন, 33 KV to 11 KV লাইনের জন্য 1260 A VCB ব্যবহার করা হয়, এবং 11 KV to 400 V ্এর জন্য 630 A VCB ব্যবহার করা হয়ছে।
উপরের চিত্রে লক্ষ্য করুন, 33 KV to 11 KV লাইনের জন্য 1260 A VCB ব্যবহার করা হয়, এবং 11 KV to 400 V ্এর জন্য 630 A VCB ব্যবহার করা হয়ছে।
LT-Low tension side (ACB,MCB,MCCB) সিলেকশন।
তবে নিচে আবার ACB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে,কারন এই সাইডটি হল LT সাইড এখানে ভোল্টেজ 0.4KV, আমরা জানি LT সাইডের ক্যালকোলেশন একটু বিভিন্ন। নিচের চিত্র টি লক্ষ্য করুন।
আমরা জানি
যেহেতু,আমাদের ডিস্ট্রিবিউশন লাইনের সেকেন্ডারি কারেন্ট Is=4330A তাই সব সময় কারেন্টের মান থেকে একটু বেশি বা তার কাছা কাছি রেঞ্জের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। তাই আমরা ACB সার্কিট ব্রেকার ব্যবহার করলাম Is=4330A কারেন্টের মান এর কাছাকাছি ACB হচ্ছে 5000A ।
আশা করি আরটিক্যালটি পড়ার পর, আপনারা সহজে সার্কিট ব্রেকার সিলেকশন করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
Khub valo,onek upokar holo
ReplyDelete6 amp mcb ache
ReplyDeleteঅনেক ভালোবাসা রইলো আপনার জন্য!
ReplyDeleteHT line VCB r LT Line ACB Used hoi Keno?Plz answer
ReplyDeleteThanks
ReplyDeleteভাই,p. 3*1000 কই ভাবে হল প্লিজ।
ReplyDeleteThanks
ReplyDelete