পোলের সংখ্যা, এর পি এম, এবং ফ্রিকুয়েন্সি মধ্যে সম্পর্ক
মোটর |
হেলো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।
আজ আমি পোলের সংখ্যা, এর পি এম, এবং ফ্রিকুয়েন্সি মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ। ক্যাবল
পোলের সংখ্যা, এর পি এম, এবং ফ্রিকুয়েন্সি মধ্যে সম্পর্কঃ
একটি অলটারনেটরের আরমেচার পরিবাহী কর্তৃক
দুটি পোলের মধ্যখানে বৃত্তাকার পথ সম্পূর্ণ করার ফলে একটি তরঙ্গের সৃষ্টি হয়,এই
তরঙ্গের অংশ-বিশেষকে সাইকেল বলে।
তাহলে,বলা যায় যে,পোলের সংখ্যা এবং পরিবাহী
প্রতি-মিনিটে ঘূর্ণন (RPM-Revolution per minute) একটি অলটারনেটরের ফ্রিকোয়েন্সি নির্ধারন করে।
মনে করি,
P = পোলের সংখ্যা
প্রতি ঘূর্ণন সাইকেল সংখ্যা = P/2
প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা = n
তাহলে,
ফ্রিকোয়েন্সি f
= (P/2)* n
যদি প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা N ধরা যায়,
তাহলে n = N/60
f =
(P*N)/2*60
f =PN/120 সাইকেল/সেকেন্ড
আশা করি পোলের সংখ্যা, এর পি এম, এবং ফ্রিকুয়েন্সি মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
No comments:
Post a Comment