যে কোন প্রকোশলী জবের ভাইবা তে এই শর্ট প্রশ্ন গুলো আসতে পারে (পার্ট-১) - EEELearner

Monday 1 October 2018

যে কোন প্রকোশলী জবের ভাইবা তে এই শর্ট প্রশ্ন গুলো আসতে পারে (পার্ট-১)



প্রকোশলী জবের ভাইবা শর্ট প্রশ্ন
প্রকোশলী জবের ভাইবা শর্ট প্রশ্ন


হ্যালো,বন্দুরা
কেমন আছো,আশা করি ভাল,

আজ আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো,যা ইঞ্জিনিয়ার বা যে কোন উপ-সহকারি প্রকোশলী জবের ভাইবা তে জিজ্ঞেস করতে পারে।তাই একটু নোট করে রাখতে পারেন।

শর্ট প্রশ্নঃ পার্ট-১

১। কখন কারেন্ট সোর্সকে একটি আদর্শ কারেন্ট সোর্স বলা হয়?
উত্তরঃ যখন সোর্স রেজিস্ট্যান্স অসীম হয়।

২। স্থির ভোল্টেজের উৎস বা সোর্স কি?
উত্তরঃ ব্যাটারি

৩। একটি আদর্শ ভোল্টেজ সোর্স কোনটি?
উত্তরঃ যার সোর্স রেজিস্ট্যান্স শুন্য।

৪। একটি আদর্শ ভোল্টেজ সোর্সের সোর্স  রেজিস্ট্যান্স কত হওয়া উচিত?
উত্তরঃ শুন্য।

৫। বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন উপাদানকে কি বলা হয়?
উত্তরঃ প্যারামিটারস।

৬। দুই বা ততোদিক সরল সার্কিট উপাদান পরস্পর যুক্ত হয়ে যে সার্কিট হয়,তাকে কি বলা হয়।
উত্তরঃ নেটওয়ার্ক।

৭। বৈদ্যুতিক শক্তির এক বা একাদিক উৎস এবং বিভিন্ন প্রকার সার্কিট উপাদানের সম্নন্নিত যে কোন ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ বৈদ্যুতিক নেটওয়ার্ক।

৮। কোন ধরনের নেটওয়ার্কে এক বা একাদিক ই,এম,এফ এর উৎস থাকে?
উত্তরঃ একটিভ নেটওয়ার্কে।

৯। কোন ধরনের নেটওয়ার্কে এক বা একাদিক ই,এম,এফ এর উৎস থাকে?
উত্তরঃ প্যাসিভ নেটওয়ার্কে।

১০। ইন্ডাকট্যান্সের একক কি?
উত্তরঃ হেনরী।


No comments:

Post a Comment