বাসবার কি? কিভাবে বাসবার সিলেকশন এবং ক্যালকোলেশন করতে হয়? - EEELearner

Sunday, 28 October 2018

বাসবার কি? কিভাবে বাসবার সিলেকশন এবং ক্যালকোলেশন করতে হয়?



কিভাবে বাস-বার সিলেকশন এবং ক্যালকোলেশন করতে হয়?
 বাসবার কানেকশন


হ্যালো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।


আজ আমি বাসবার নিয়ে আলোচনা করবো। মোটা মোটি আমরা সবাই কম বেশি বাসবার সম্পর্কে জানি,তবে বাসবার কিভাবে সিলেকশন এবং ক্যালকোলেশন করতে হয়?,বাসবারে কপারের হার কত হওয়া উচিত? কিভাবে বাসবারের ওজন মাপা হয়? বাসবারের সাইজ (height weight & length) কিভাবে বের করতে হয়? তা অনেকেই জানি না। আশা করি আমি উপরের সব গুলোর প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করবো ইনশা-আল্লাহ।ভুল হলে সংশোধনের জন্য ভুল গুলো ধরে দিবেন। 

বাসবার কি? কিভাবে বাসবার সিলেকশন এবং ক্যালকোলেশন করতে হয়?


প্রশ্নঃ বাসবার কি?

উওরঃমোটামোটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা(copper) বা অ্যালুমোনিয়াম(Aluminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন করে।


এখন আমরা লো-ভোল্টেজ লাইনের বাসবার সিলেকশন করবোঃ

আমরা জানি ৪০০ভোল্টেজের(0.4 KV) নিচে হলো লো-ভোল্টেজ,নিচে একটি লো-ভোল্টেজের বাস চিত্র দেখানো হলো।




আমরা এই বাসবার টি সিলেকশন করবো, প্রথমে আমাদের জানতে হবে বাসবার টিতে কপারে ব্যবহার করা হয়েছে না আলোমুনিয়ামে ব্যবহার করা হয়েছে।

তবে বাসবার মানেই আমাদের সামনে কপারের বাসবার চোখে বেসে উঠে এবং আমারা কপারের বাসবারই বেশি ব্যবহার করে থাকি। বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপারের HEIGHT and WEIGHT জানতে হবে।নিচের কপারের টুকুরো টা লক্ষ্য করি।


 কপার
 কপার খন্ড
ধরি এটি এক টুকরো কপারের খন্ড। আমরা বাসবারের জন্য যে কোন কপার সিলেক্ট করবো তার হাইট হবে সবসময় ০৫মিমি থেকে ১২মিমি এবং ওয়াইট হবে ২৫মিমি থেকে ১২০মিমি।


নিচে বাসবার সাইজের একটি টেবিল দেয়া হলো-


WEIGHT* HEIGHT(W*H)
(W*H)sqmm
(W*H)sqmm
25*05
60*05
100*08
30*05
60*08
100*10
30*08
60*10
100*12
35*05
70*05
110*08
35*08
70*08
110*10
40*05
70*10
110*12
40*08
70*12
120*08
40*10
80*05
120*10
50*05
80*08
120*12
50*08
80*10

50*10
80*12


বাসবার সিলেকশন করার সূত্র হলো-
১স্কয়ার মিমি=২অ্যাম্পিয়ার কারেন্ট
১মিমি হাইট*১মিমি ওয়াইট=২অ্যাম্পিয়ার
মিমি২ = ২অ্যাম্পিয়ার

তাহলে চলুন আমারা লো-ভোল্টেজ লাইনের বাসবার সিলেকশন করি,যা উপের চিত্রে দেয়া আছে।চিত্র থেকে আমরা লো-ভোল্টেজ লাইনের কারেন্ট বের করে নিবো,কারেন্ট বের করার সূত্র হলো।

          I=P/√3*400V
          I=3000*103/√3*400V
           =4330 A

এর সাথে আমরা সেফটি ফ্যাক্টর গুন করবো ১.২৫,তাহলে
          =৪৩৩০*১.২৫
          =৫৪০০ অ্যাম্পিয়ার (5400 Amp)

এখন আমাদের কে ৫৪০০ অ্যাম্পিয়ারের জন্য বাসবার সিলেকশন করতে হবে।

আমারা জানি ২অ্যাম্পিয়ার=১স্কয়ার মিমি
তাহলে ৫৪০০আম্পিয়ারের জন্য কত স্কয়ার মিমি হবে?
৫৪০০অ্যাম্পিয়ার জন্য=৫৪০০অ্যাম্পিয়ার/২অ্যাম্পিয়ার
                          =২৭০০স্কয়ার মিমি

তাহলে আমাদের কে ৫৪০০আম্পিয়ারের জন্য ২৭০০স্কয়ার মিমি এর বাসবারের প্রয়োজন হবে।

এখন আমরা বাসবার ক্যালকোলেশন করবো-

আমারা জানি আমাদের বাসবার সবসময় হাইট হবে ০৫মিমি থেকে ১২মিমি এবং ওয়াইট হবে ২৫মিমি থেকে ১২০মিমি হয়ে থাকে।

তাহলে,
      =হাইট*ওয়াইট(WEIGHT*HEIGHT)

      =১২০*১২
      =১৪৪০মিমি

যদি WEIGHT*HEIGHT=১৪৪০স্কয়ার মিমি(মিমিহলো বাসবারের সাইজ। তাহলে আমাদের ৫৪০০আম্পিয়ারের লোডের জন্য ১৪০০স্কয়ার মিমি এর দূইটি বাসবার প্রয়োজন হবে। 


এখন আমরা জানলাম যে কত লোডের জন্য কত সাইজের বাসবার প্রয়োজন হয় এবং কিভাবে বের করতে হয়।

এই তো গেলো বাসবারের সাইজ,এখন আমরা বাসবারের দৈর্ঘ (Length) বের করবো। কারন বাসবার কি রকম দৈর্ঘের হবে এবং তা কিসের উপর নির্ভর করবে তা আমরা এখন জানবো।

বাসবার সিলেকশন এবং ক্যালকোলেশন
কপার বাসবার 

বাসবারের দৈর্ঘের কোন হিসেব নেই আপনার যতটুকু দরকার তাই বাসবারের দৈর্ঘ (Length) সাইজ।সহজ ভাবে বললে আপনি যে পেনেল বক্সে বাসবার ব্যবহার করবেন তার সাইজ অনুযায়ি বাসবার ব্যবহার করা হয়।নিচে একটি পেনেল বক্স চিত্র দেয়া হলো।

পেনেল বক্স
পেনেল বক্স

এই পেনেল বক্সের সাইজ অনুযায়ি বাসবার ব্যবহার করা হয়েছে।পেনেল বক্স যত বেশি বড় হবে বাসবারের  দৈর্ঘ (Length) সাইজ ও তত বড় হবে।


বাসবারের ওজন নির্ণয়ঃ

ধরুন আমাদের বাসবার টি ১.৫মিটার  দৈর্ঘ (Length)।

এখন সূত্র অনুযায়ি,
আয়তন(V)= দৈর্ঘ(l)*প্রস্থ(W)*লম্বা(H)
          V=l*W*H
            =১.৫মিটার*১২০মিমি*১২মিমি       (১মিটার=১০০০মিমি)
           =১৫০০*১২০*১২
            =২১৬০০০০মিমি৩  

এখন মিমি থেকে মিটারে আনতে হবে। 
২১৬০০০০মিমি৩ কে মিটারে নিলে হবে ০.০০২১৬০মি

বা উপরের সব গুলো পয়েন্ট মিটারে নিয়ে গুন করলে ই হবে,তাহলে আমরা আয়তন পেয়ে যাবো।

এখন বাসবারের ওজন বের করবো, কারন আপনি যদি বাসবারে height weight & length জানেন তাহলে ওজনও জানতে পারবেন।আর ওজন জানলে আপনি বলতে পারবেন যে এই সাইজের বাসবারের ওজন এত হবে আর না হলে আপনি বুঝতে পারবেন যে বাসবারের কপারে লোহার মিশ্রিন বেশি।কপারের হার ৯০% থেকে ৯৫% এর মধ্যে হওয়া ভাল।

ওজন(M)=९v                                   ९(roue)=8960kg/m3   
                                                     V=0.02160m3
     =8960*0.02160
     =19.35kg 

এখন আমরা জানলাম ৫৪০০আম্পিয়ারের জন্য ২টা বাসবার প্রয়োজন এবং জানলাম প্রতি টা বাসবার ১৪০০স্কয়ার মিমি এবং বাসবারের ওজন ১৯কেজি।

এখন আপনি যদি প্রতি কেজি কপারের দাম জানেন তাহলে বাসবারের দাম ও বের করতে পারবেন।
ধরুন প্রতি কেজি কপার ৮০০টাকা
তাহলে, ১৯কেজি*৮০০টাকা=১৫২০০টাকা হবে

সর্বশেষ কথা হলো,বাসবার,বাসবার সিলেকশন,ক্যালকোলেশন,সাইজ নির্নয়,ওজন নির্নয়,প্রাইজ নির্নয় এবং বাসবারের কপারের রেশিও ইত্যাদি সম্পর্কে আপনি যতবেশি জানবেন তত ভাল, কারন ভাইবা তে বাসবার সম্পর্কে অনেক প্রশ্ন আস্তে পারে।

জানি না বাসবার সিলেকশন এবং ক্যালকোলেশন   নিয়ে যা কথা বলার চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন কি না,তবে আশা করি কিভাবে বাসবার সিলেকশন এবং ক্যালকোলেশন করতে হয়? তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।


ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

2 comments: