কিভাবে ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশন করা যায়? - EEELearner

Tuesday, 23 October 2018

কিভাবে ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশন করা যায়?

কিভাবে ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন করা যায়?

ডিস্ট্রিবিউশন লাইনের হাই ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন

ডিস্ট্রিবিউশন লাইনের হাই ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন ডায়াগ্রাম


হ্যালো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।


আজ আমি, কিভাবে ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশন করা যায়? তা নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ। অনেকদিন ধরে হাই-ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশন নিয়ে আলোচনা করবো ভাবছিলাম । তাই আজ হাই-ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশন নিয়ে সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করছি। ভুল হলে সংশোধনের জন্য ভুল গুলো ধরে দিবেন। অনেকে ১১কেভি থেকে ৩৩কেভি লাইন কে মেডিয়াম ভোল্টেজ লাইন বলে থাকে।


ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন করতে হলে প্রথমে হাই-ভোল্টেজ লাইনের সর্টসার্কিট কারেন্ট জানতে হবে। হাই-ভোল্টেজ লাইনের সর্ট-সার্কিট কারেন্ট বের করার সূত্র হলো-

সর্ট-সার্কিট কারেন্ট বের করার সূত্র

এখনে % of Z এর মানে কি?
% of Z এর মানে হলো Transformer এর Impedance, যা  ট্রান্সফরমারের গায়ে লেখা থাকে,অথবা ট্রান্সফরমার টেস্ট করে ট্রান্সফরমারের ইম্পিড্যান্স বের করা হয়। তবে আমরা ট্রান্সফরমারের ইম্পিড্যান্স(% of Z ) ধরে নিয়ে কাজ করবো, এবং  হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশন করবো।

এখানে আমরা % of Z  এর মান ধরে নিলাম ৭.৫%=০.০৭৫। নিচে ৩৩কেভি ডিস্ট্রিবিউশন লাইনের ডায়াগ্রাম দেখানো হলো-



 ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ লাইন ডায়াগ্রাম
 ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ লাইন ডায়াগ্রাম

উপরের চিত্রে ৪টি হাই-ভোল্টেজ লাইন আছে,যেমন ৩৩কেভি থেকে ১১কেভি উপরের লাইন,১১কেভি থেকে বাস-বার পর্যন্ত, এবং বাস-বার থেকে ১১কেভি(৩০০০কিলো/ভোল্ট/আম্পিয়ার) পর্যন্ত এবং বাস-বার থেকে ১১কেভি(২০০০কিলো/ভোল্ট/আম্পিয়ার পর্যন্ত)


এখন আমরা ৩৩কেভি হাই-ভোল্টেজ লাইনের(৩৩কেভি থেকে ১১কেভি উপরের লাইন) সর্ট-সার্কিট কারেন্ট বের করবো। তাহলে,সূত্র অনুযায়ি,


এখানে, হাই-ভোল্টেজ লাইনের পাওয়ার(P) =৫ মেগা/ভোল্ট/অ্যাম্পিয়ার এবং
    V=33 KV (33000V)

উপরের সূত্রে মান গুলো প্রয়োগ করে পাই-

=(৫*১০)/১.৭৩০২*৩৩০০০*০.০৭৫

=১১৬৬ অ্যাম্পিয়ার

এর সাথে (১০) সেফটি ফেক্টর গুন করতে হবে।

=১১৬০*১০

=১১৬০০ অ্যাম্পিয়ার ,

এই আম্পিয়ারকে কে কিলো-আম্পিয়ারে নিতে হবে। তাই ১০০০ দিয়ে ভাগ

=১১.৬৬ কিল-আম্পিয়ার

তাহল আমরা হাই-ভোল্টেজ লাইনের সর্ট-সার্কিট কারেন্ট পেয়ে গেলাম।

এখন আমরা ক্যাবল সিলেকশন করবো,এর সূত্র হলো-




S= Nominal Cross Section area of the conductor in mm2
K=conductor rang (Copper=0.143 & Aluminum=.094) for XLPE cable
T=Fault clearing time in second (1 sec to 3 sec)
Isc=Short circuit current

তাহল এখন আমরা হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশনের সূত্র অনুযায়ি উপরের মান গুলো বসিয়ে পাই।


  = 95R M

তাহলে আমাদের  ৮১ R M এর কাছাকাছি রেঞ্জের ৯৫ R M এর ক্যাবল প্রয়োজন ৩৩ কেভি লাইনের জন্য।

আমরা জানি ৪০০ভোল্টের উপরের ভোল্টেজ কে হাই-ভোল্টেজ বলে।উপরের চিত্রে ৩৩কেভি লাইনের ক্যাবল সিলেকশন করা হল ।

এখন আমরা ১১কেভি লাইনের ক্যাবল সিলেকশন করবো।আমরা উপরে যে নিয়মে ক্যাবল সিলেকশন করেছি এখানে একিই নিয়মে ক্যাবল সিলেকশন করবো।

এই ক্যাবল সিলেকশন টি হচ্ছে ১১কেভি থেকে বাস-বারে যে ক্যাবল টি ব্যবহার করা হয়েছে ঐ ক্যাবল সিলেকশন প্রক্রিয়া।



প্রথমে সর্ট-সার্কিট কারেন্ট বের করে নিবো।




=(৫*১০)/১.৭৩০২*১১০০০*০.০৭৫

=৩৫০০ অ্যাম্পিয়ার

সেফটি ফেক্টর ১০ গুন=৩৫০০*১০

                     =৩৫০০০ অ্যাম্পিয়ার

                     =৩৫ কেলো-অ্যাম্পিয়ার

এখন আমরা ক্যাবল সিলেকশন করবো,এর সূত্র হলো-







   =২৪৪. r.m


   =২৪০ r.m


তাহলে আমাদের  ২৪৪ R M এর কাছাকাছি রেঞ্জের ২৪০ R M এর ক্যাবল প্রয়োজন ১১কেভি লাইনের জন্য।

এই ক্যাবল সিলেকশন টি হচ্ছে বাস-বার থেকে ১১কেভি লাইনের জন্য যে ক্যাবল টি ব্যবহার করা হয়েছে ঐ ক্যাবল সিলেকশন প্রক্রিয়া।(৩০০০কেভি/ভোল্ট/আম্পিয়ার)

প্রথমে সর্ট-সার্কিট কারেন্ট বের করে নিবো।




=(৩০০০*১০)/১.৭৩০২*১১০০০*০.০৭৫

=২০৯৯ অ্যাম্পিয়ার

সেফটি ফেক্টর ১০ গুন=২০৯৯*১০

                     =২০৯৯০ অ্যাম্পিয়ার

                     =২০.৯৯ কেলো-অ্যাম্পিয়ার

এখন আমরা ক্যাবল সিলেকশন করবো,এর সূত্র হলো

এখন আমরা ক্যাবল সিলেকশন করবো,এর সূত্র হলো-



=(২০.৯৯*১সেকেণ্ড)/০.১৪৩

=১৪৬.৭৮ r.m


=১৫০ r.m

তাহলে আমাদের  ১৪৬ R M এর কাছাকাছি রেঞ্জের ১৫০ R M এর ক্যাবল প্রয়োজন ১১কেভি লাইনের জন্য।

এই ক্যাবল সিলেকশন টি হচ্ছে বাস-বার থেকে ১১কেভি/০.৪কেভি লাইনের জন্য যে ক্যাবল টি ব্যবহার করা হয়েছে ঐ ক্যাবল সিলেকশন প্রক্রিয়া।(২০০০কেভি/ভোল্ট/আম্পিয়ার)

প্রথমে সর্ট-সার্কিট কারেন্ট বের করে নিবো।






=(২০০০*১০)/১.৭৩০২*১১০০০*০.০৭৫

=১৪০০ অ্যাম্পিয়ার

সেফটি ফেক্টর ১০ গুন=১৪০০*১০

                     =১৪০০০ অ্যাম্পিয়ার

                     =১৪ কেলো-অ্যাম্পিয়ার

এখন আমরা ক্যাবল সিলেকশন করবো,এর সূত্র হলো




=(১৪*১সেকেণ্ড)/০.১৪৩

=৯৭.৯৮ r.m


=১০০ r.m

তাহলে আমাদের  ৯৭.৯ R M এর কাছাকাছি রেঞ্জের ১০০ R M এর ক্যাবল প্রয়োজন ১১ কেভি লাইনের জন্য।

এখন আমাদের ডিস্ট্রিবিউশন লাইনের হাই ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন কেমন দেখাবে একটু দেখে নিন।

ডিস্ট্রিবিউশন লাইনের হাই ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন

ডিস্ট্রিবিউশন লাইনের হাই ভোল্টেজ সাইডের ক্যাবল সিলেকশন


সর্বশেষ, ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশন করার জন্য সর্ট-সার্কিট কারেন্ট ও পাওয়ার(P) মূল উপাদান,কারন পাওয়ারের মান পরিবর্তন হলে সর্ট-সার্কিট কারেন্ট ও পরিবর্তন হয় এবং সর্ট-সার্কিট কারেন্ট পরিবর্তন হলে লাইনের ক্যাবল সিলেকশন ও পরিবর্তন হবে। 


জানি না হাই-ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশন  নিয়ে যা কথা বলার চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন কি না,তবে আশা করি কিভাবে ডিস্ট্রিবিউশন লাইনের হাই-ভোল্টেজ ক্যাবল সিলেকশন করা যায়? তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।



ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

1 comment:

  1. Sir please calculate the low voltage cable calculation

    ReplyDelete