ক্যাবল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান যা জানে রাখা উচিত।
ক্যাবল |
হেলো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।
আজ আমি ক্যাবল থেকে কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ। ক্যাবল নিয়ে আমরা অনেকে অনেক কিছু জানেন আবার জানি না। ক্যাবল সিলেকশন করতে গিয়ে আমি এই প্রশ্ন গুলো সম্মুখীন হয়েছি,তাই নিচে প্রশ্ন গুলোর সমাধান সহ দেওয়া হল।
প্রশ্ন ও সমাধানঃ
পিভিসি(PVC) ক্যাবল |
XLPE (এক্সএলপিই) ক্যাবল |
উওরঃ Fire Retardant (ফায়ার রিটারডেন্ট) ক্যাবল একপ্রকার অগ্নিনিরোধ ক্যাবল। এই ক্যাবল তৈরিতে Antimony Tri Oxide নামক এক প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় যা নিজে থেকেই আগুন প্রতিরোধ করে ফলে এ জাতীয় ক্যাবল এ আগুন ধরলেও তা বেশিদূর অগ্রসর হতে পারে না।
FR (এফ আর) ক্যাবল |
FRLS (এফ আর এল এস) ক্যাবল |
RE,RM এবং SM,SE |
আশা করি ক্যাবল সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান দেয়া হয়েছে তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
No comments:
Post a Comment