সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন না জানলেই নয়। পার্ট-৩ - EEELearner

Sunday, 7 October 2018

সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন না জানলেই নয়। পার্ট-৩

সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন না জানলেই নয়। পার্ট-৩

সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ন জেনারেল বিষয়ক প্রশ্ন
জেনারেল বিষয়ক MCQ



1.    মুত্র প্রস্তুত হয় কোথায়: কিডনীতে
2.    মুত্র হলুদ দেখায় কেন ? ইউরোক্রোম
3.    মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী: এমোনিয়া
4.    যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে: গ্লাইকোজেন রূপে
5.    রক্ত কতো প্রকার: প্রকার
6.    রক্ত কি ধরনের কলা: যোজক কলা
7.    রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে: সিরাম
8.    রক্ত শুন্যতা বলতে বুঝায়: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
9.    রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায়: ডায়াবেটিস
10.  রক্তে লোহিত শ্বেত কণিকার অনুপাত কত: লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত ৭০০:
11.  রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়: লোহিত রক্তকনিকায়
12.  রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে: ল্যান্ড ষ্টিনার
13.  রক্তের চাপ কোথায় সবচেয়ে কম: শিরায়
14.  রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয়: অস্থিমজ্জায়
15.  রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস: পিত্তরস
16.  লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী: গ্রোথ হরমোন
17.  লিউকোমিয়া রোগের কারণ কি: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া
18.  লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন: লোহিত কনিকার গড় আয়ু ১২০ দিন
19.  শ্বেত কনিকার গড় আয়ু -১৫ দিন হয়
20.  অনুচক্রিকার গড় আয়ু দিন হয়
21.  শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ? উঃ কিডনি
22.  শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি:টেস্টোস্টেরন
23.  শোসনের সময় দেহ হতে কি নির্গত হয়: কার্বন - ডাই -অক্সাইড
24.  সিস্টোলিক চাপ বলতে কী বুজায়: হৃদপিন্ডের সংকোচন চাপ
25.  সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত: ৩৬. ডিগ্রী
26.  স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে: এক্সেন
27.  স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত: ১৫ পাউন্ড
28.  হিমোগ্লোবিনের কাজ কী: অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বহন করা




No comments:

Post a Comment