টাইমার কি এবং টাইমার কিভাবে কাজ করে? - EEELearner

Thursday, 18 October 2018

টাইমার কি এবং টাইমার কিভাবে কাজ করে?

টাইমার কি? টাইমার কিভাবে কাজ করে?
টাইমার কি এবং  টাইমার কিভাবে কাজ করে?
টাইমার
হ্যালো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।


আজ আমি, টাইমার কি? টাইমার কিভাবে কাজ করে? টাইমারের ফাংশন? টাইমারের ডায়াগ্রাম?ইত্যাদি,নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ। অনেকে টাইমার নিয়ে অনেক ভাবে লিখে। তবে আমি টাইমার নিয়ে সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করছি। ভুল হলে সংশোধনের জন্য ভুল গুলো ধরে দিবেন।


প্রশ্নঃ টাইমার কি?


উওরঃ টাইমার হলো,একধরনের টাইম সুইচিং ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিট এবং ইকেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিভাইস কে টাইম সেটিং এর মাধ্যমে (অন/অফ) কন্ট্রোল ও নিয়ন্ত্রন করে থাকে।



টাইমার মূলত ৮পিনের হয়ে থাকে এবং তার বেস ও ৮ পিনের হয়।

টাইমারের পিন,সার্কিট ডায়াগ্রাম,টাইমারের বেস
চিত্রেঃ টাইমারের পিন,সার্কিট ডায়াগ্রাম, এবং টাইমারের বেস দেখানো হলো।

প্রশ্নঃ টাইমার কিভাবে কাজ করে?

উওরঃ অন্যান্য কন্ট্রোলিং ডিভাইস এর মত টাইমারের ও কয়েল আছে এবং এই কয়েল যখন ম্যাগনেটাইজ হয়,তখন টাইমার (অন/অফ) কাজ করে থাকে।

৮পিন টাইমার সার্কিট ডায়াগ্রাম
৮পিন টাইমার সার্কিট ডায়াগ্রাম

উপরের চিত্রটির সাথে এর উপরের চিত্রের মাঝখানে টাইমারের গায়ে যে ডায়াগ্রাম দেয়া আছে তা একটু মিলে নিন।

এখন আসুন আমরা দেখি কিভাবে টাইমার কাজ করে। টাইমার মূলত অন/অফ প্রক্রিয়ায় কাজ করে।টাইমারের দুইটি কমন প্রান্ত থাকে এবং প্রতিটা কমন প্রান্তে নরমালি ক্লোজ (অন) ও নরমালি ওপেন(অফ) অপশন থাকে। যখন টাইমার কে টাইম দ্বারা সেট করা হয়,টাইমার ঐ টাইম শেষে সে ট্রিপ করে এবং কমন এর নরমালি ক্লোজ(অন) কে ওপেন(অফ) করে দেয় এবং নরমালি ওপেন(অফ) কে ক্লোজ(অন) করে দেয়। এই ভাবে টাইমার কাজ করে।

সরাসরি উদাহারন দিয়ে বুঝানো যাক, দরুন আপনার কাছে দুইটি মোটর আছে । আপনি চাচ্ছেন যে দুইটি মোটর ১ঘন্টা পর পর অন/অফ হব। এখন প্রথম মোটর (M1) যখন ১ঘন্টা অন থাকবে তখন দ্বিতীয় মোটর (M2) টি অফ থাকবে। তাহলে আমরা টাইমার দ্বারা এই কাজটি করে দেখাবো।

টাইমারের নরমালি ক্লোজ এবং নরমালি ওপেন
টাইমারের নরমালি ক্লোজ
এখানে L=লোড (মোটর) কে বুঝানো হয়েছে, এই ডায়াগ্রাম টি লক্ষ্য করুন, সার্কিট ব্রেকার এর মাধ্যমে কারেন্ট, সোর্সের পজেটিভ থেকে টাইমারে প্রবাহিত হলো। টাইমার এর পাশে ৫ সেকেন্ড টাইম দেখানো হয়েছে। আমাদের এই ডায়াগ্রামে দুইটি লোড আছে। আমাদের এখন কাজ হলো আমাদের প্রথম লোড (মটোর-১) চালু করা।

টাইমারের কাজ হলো টাইম অনুযায়ী কমন এর সাহায্যে অন/অফ করা। আপনি যখন টাইমারে টাইম সেট করবেন,৫সেকেন্ড,১০মিনিট,১ঘন্টা আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক ঐ মুহূর্তে টাইমার ট্রিপ (অন/অফ)করবে, তবে আপনি যে সময় টা সেট করলেন ঐ সময় শেষ হওয়ার আগ পর্যন্ত টাইমার কি করবে। 

যেহেতু টাইমারের কমন এর দুইটি প্রান্ত থাকে, নরমালি ক্লোজ(অন) এবং নরমালি ওপেন(অফ)। এবং টাইমারের কমন সব-সময় সোর্সের সাথে সংযোগ থাকে। একটু উপরের চিত্রটি তে লক্ষ্য করুন। যেহেতু কমন এর নরমালি ক্লোজ প্রান্ত ক্লোজ এবং লোডের সাথে সরাসরি সংযোগ,কোন ধরনের বাধা নাই তাই কারন্ট এই ক্লোজ প্রান্তের মধ্যে দিয়ে লোড-১(মটোর-১) অন রাখবে/থাকবে। এবং লোড (মটোর-২) অফ থাকবে। কারন কমন এর নরমালি ওপেন প্রান্ত ওপেন।এই অবস্থা ততোক্ষণ থাকবে যতোক্ষন সময় আপনি টাইমার কে টাইম দ্বারা সেট করে রেখেছেন। মানে আপনি যদি ১০মিনিট টাইমে টাইমার কে সেট করেন,এই ১০মিনিট লোড-১ অন থাকবে।টাইম শেষ না হওয়া আগ পর্যন্ত।যখন টাইম শেষ হবে টাইমার তখন ট্রিপ (অন কে অফ করে) করবে।



টাইমার ট্রিপ করার কারনে প্রথম মটোর টি বন্ধ (অফ) হয়ে গেলে এবং  দ্বতীয় মোটর (M২)টি ১ঘন্টার জন্য চালু হলো। এখন মটোর-২, ১ঘন্টা অন থাকা অবস্থায় প্রথম মোটর-১ টি অফ থাকবে। এখন আমরা টাইমার দ্বারা এই কাজটি ও করে দেখাবো।




টাইমার কিভাবে কাজ করে?
টাইমারের নরমালি ওপেন

এখন কিন্তু আমাদের টাইম অনুযায়ী টাইমার ট্রিপ/কাজ করবে। তার মানে টাইমার তার ফাংশন অনুযায়ী কমন এর অন প্রান্ত কে অফ করবে এবং অফ প্রান্ত কে অন করবে।তার মানে আমাদের লোড-২(মটোর-২) অন হবে। এবং লোড-১ (মটোর-১)অফ হয়ে যাবে। চিত্রটি একটু লক্ষ্য করুন।আগের চিত্রে কমন এর নিচের লোড টা অন ছিল,কারন এই প্রান্তটি ক্লোজ ছিল(অন)।এখন টাইমার ট্রিপ করার কারনে অন প্রান্ত অফ হয়ে গেছে এবং অফ প্রান্ত অন হয়ে গেছে।



সর্বশেষ কথা হলো, আমাদের বাসার সুইচের মত,আমরা বাসার সুইচ নিজেরা অফ/অন করে লাইট,ফ্যান,যে কোন ডিভাইস নিয়ন্ত্রন করেন,আর টাইমার সে কাজ টি নিজে টাইম দ্বারা নিয়ন্ত্রন করে।


জানি টাইমার নিয়ে যা কথা বলার চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন কি না আশা করি টাইমার কি এবং টাইমার কিভাবে কাজ করে? তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।




ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

1 comment: