কিভাবে (CT) কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন এবং ক্যালকোলেশন করা যায়।
হেলো,বন্দুরা
কেমন আছেন,আশা করি সবাই ভাল।
আজ আমি কিভাবে (CT) কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন এবং ক্যালকোলেশন করা যায় তা নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ।(CT) কারেন্ট ট্রান্সফরমার সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন ।
কেমন আছেন,আশা করি সবাই ভাল।
আজ আমি কিভাবে (CT) কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন এবং ক্যালকোলেশন করা যায় তা নিয়ে আলোচনা করবো ইনশা-আল্লাহ।(CT) কারেন্ট ট্রান্সফরমার সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন ।
CT=Current Transformer
PT=Potential Transformer
CT দিয়ে কারেন্ট মাপা হয় এবং PT দিয়ে ভোল্টেজ মাপা হয়।
কারেন্ট ট্রান্সফরমারের টাইপঃ
Wound
Current Transformer (11KV)
Toroidal or
Window Current Transformer (33KV)
Bar-type Current
Transformer (Above 33KV)
কারেন্ট ট্রান্সফরমারের সেইম্বলঃ
কারেন্ট ট্রান্সফরমারের প্রোটেকশন কোরসঃ
Examples:
30VA, 5P20 40VA, 10P20
20VA, 10P10 20VA, 5P40
30VA,5P20 এর মানে
% of Error = যদি প্রাইমারিতে ২০%
কারেন্ট বাড়ে তাহলে,সেকেন্ডারিতে ৫% কারেন্ট বাড়বে।
Protection Class = প্রোটেকশন ক্লাস
Multiplier = ডিস্ট্রিবিউশন লাইন কারেন্ট বা রেটেড কারেন্ট এর ২০ গুন হলো ডিস্ট্রিবিউশন লাইনের সহ্য ক্ষমতা।
Burden = রিলে কে অতিরিক্ত
প্রেসার না দেওয়া।
এখন আমরা কারেন্ট ট্রান্সফরমার ক্যালকোলেশন করবোঃ
প্রথমে আমরা চিত্র টি লক্ষ্য করি,
আমরা ডিস্ট্রিবিউশন লাইনে দুইটি CT ব্যবহার করলাম।একটি (VCB)
সার্কিট ব্রেকার এর আগে এবং
আরেকটি পরে। ডিস্ট্রিবিউশন লাইনে CT সার্কিট
ব্রেকার আগে ও পরে ব্যবহার করলে কোন সম্যসা নাই ।
আমরা জানি CT মানে হচ্ছে
কারেন্ট পরিমাপ করা এবং সার্কিট ব্রেকার কে ট্রিপ করতে সাহায্য করা।উপরের চিত্র টি লক্ষ্য করুন CT তে একটা মিটার(M) ও রিলে (R) কয়েল থাকে ।
তাহলে চলোন CT ক্যালকোলেশন করিঃ
আমরা
ডিস্ট্রিবিউশন লাইন থেকে পাই,
Rated current Ip=87A
Safety factor =1.2
I=Rated current*Safety factor
I=87 A* 1.2
I=105 A
আমরা জানি ডীস্ট্রিবিউশন লাইনের কারেন্টের সাথে সেইফটি ফেক্টর গুন করে যে কারেন্ট পাওয়া যায় তার উপর বিত্তি কে কারেন্ট ট্রান্সফরমার নির্ধারন করতে হয়। যেহেতু কারেন্টের মান থেকে সব সময় বেশি মানের কারেন্ট
ট্রান্সফরমারের রেঞ্জ বেশি নিতে হয়।যেহেতু আমাদের কারেন্ট 105A
তাই CT=150A নিতে হবে। এভাবে হাই-টেনশন সাইডের কারেন্ট ট্রান্সফমার
বের করা যায়।
তবে আমরা কিন্তু CT পাশে 150/5/5 এভাবে লেখা দেখতে পাবে।তার মানে হলো CT তে মিটার ও রিলে থাকে । মিটারে কারেন্টর যে মান সেই মান মিটারে দেখাবে (150A) ,কিন্তু রিলের রেঞ্জ হলো 5A, এখানে রিলের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তা ট্রিপ করা।নিচে রিলের একটা ক্যালকলেশন আছে তা দেখোন।
তবে আমরা কিন্তু CT পাশে 150/5/5 এভাবে লেখা দেখতে পাবে।তার মানে হলো CT তে মিটার ও রিলে থাকে । মিটারে কারেন্টর যে মান সেই মান মিটারে দেখাবে (150A) ,কিন্তু রিলের রেঞ্জ হলো 5A, এখানে রিলের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তা ট্রিপ করা।নিচে রিলের একটা ক্যালকলেশন আছে তা দেখোন।
এখানে একটা কথা আছে,রিলে কি 5A এ ট্রিপ করা বে সার্কিট ব্রেকারে নাকি আরো আগে ট্রিপ করাবে। অবশ্যই রিলে 5A
এর আগেই সার্কিট ব্রেকার কে দিয়ে ট্রিপ করাবে।
আমরা কারেন্ট ট্রান্সফরমার ও রিলে থেকে পাই,
(CT) 150A
= 5A (Relay)
1A =5/150
87A = (5*87)/150
Relay =2.9A
=2.9A*5%
=3.045A
যখন রিলের মান 2.9A হবে তখনই রিলের মাধ্যমে সার্কিট
ব্রেকার ট্রিপ করবে। তবে আমরা জানি (% of
Error) এর মানে কি, কারন প্রাইমারিতে ২০%
কারেন্ট বাড়ে তাহলে,সেকেন্ডারিতে ৫% কারেন্ট বাড়বে।তাই 5% গুন করলে রিলের মান
দাঁড়াবে 3.045A। 3.045A এই কারেন্টের বেশি হলেই (VCB) সার্কিট ব্রেকার ট্রিপ করবে।
প্রাইমারিতে ২০গুন, মানে =87*20 (rated
current*20)
Short circuit current (Ish) =1740A
এটা হলো লাইনের সহ্য ক্ষমতা যা 1740A বেশি হলে
সর্ট-সার্কিট হবে।
আশা করি কিভাবে (CT) কারেন্ট ট্রান্সফরমার সিলেকশন এবং ক্যালকোলেশন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
ভাই, রিলের ক্যালকুলেশন টা বুঝলাম না। একটু ক্লিয়ার ভাবে বুঝালে খুব উপকৃত হতাম।
ReplyDeleteprice
ReplyDeleteExcellent
ReplyDelete