কত টনে কত ওয়াট হয় তা জেনে নেই। - EEELearner

Thursday, 14 February 2019

কত টনে কত ওয়াট হয় তা জেনে নেই।

কিভাবে এ সি ( ইয়ার-কন্ডিশন) টনের হিসাব করা হয় বা ওয়াট বের করা হয় এবং লিস্ট।

হ্যালো, বন্ধুরা কেমন আছেন,
আশা করি ভাল।

আমরা যারা এ সি ব্যবহার করি তারা অনেক কেই জানি আবার জানি না কত টন এ সি কত ওয়াট  হয়। আমরা (১) টনের হিসাব অনেকে জানি কিভাবে টনের ওয়াট বের করতে হয়।তবে আমি কত টনে কত ওয়াট হয় তার একটা লিস্ট নিচে দিয়ে দিলাম।


কত টনে কত ওয়াট হয় তা জেনে নেই।
1 ton = 3516.85 watt

18 ton = 63303.4 watt

80 ton = 281348.2 watt

2 ton = 7033.71 watt

19 ton = 66820.2 watt

90 ton = 316516.8 watt

3 ton = 10550.6 watt

20 ton = 70337.1 watt

100 ton = 351685.3 watt

4 ton = 14067.4 watt

21 ton = 73853.9 watt

200 ton = 703370.6 watt

5 ton = 17584.3 watt

22 ton = 77370.8 watt

300 ton = 1055055.9 watt

6 ton = 21101.1 watt

23 ton = 80887.6 watt

400 ton = 1406741.1 watt

7 ton = 24618 watt

24 ton = 84404.5 watt

500 ton = 1758426.4 watt

8 ton = 28134.8 watt

25 ton = 87921.3 watt

600 ton = 2110111.7 watt

9 ton = 31651.7 watt

26 ton = 91438.2 watt

700 ton = 2461797 watt

10 ton = 35168.5 watt

27 ton = 94955 watt

800 ton = 2813482.3 watt

11 ton = 38685.4 watt

28 ton = 98471.9 watt

900 ton = 3165167.6 watt

12 ton = 42202.2 watt

29 ton = 101988.7 watt

1000 ton = 3516852.8 watt

13 ton = 45719.1 watt

30 ton = 105505.6 watt
1100 ton = 3868538.1 watt

14 ton = 49235.9 watt

40 ton = 140674.1 watt

1200 ton = 4220223.4 watt

15 ton = 52752.8 watt

50 ton = 175842.6 watt


16 ton = 56269.6 watt

60 ton = 211011.2 watt


17 ton = 59786.5 watt

70 ton = 246179.7 watt




আশা করি সবাই এখন থেকে টনের হিসাব টা কিছুটা হলে জেনেছেন,তবে আশা করি  কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।


ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

No comments:

Post a Comment