3 phase Electric Line Diagram ( ৩ফেজ ইলেকট্রিক্যাল লাইন ডায়াগ্রাম) - EEELearner

Monday, 11 February 2019

demo-image

3 phase Electric Line Diagram ( ৩ফেজ ইলেকট্রিক্যাল লাইন ডায়াগ্রাম)

3 phase Electric Line Diagram ( ৩ফেজ ইলেকট্রিক্যাল লাইন ডায়াগ্রাম)

3 phase Electric Line Diagram.
যারা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখেছেন কিন্তু ৩ফেজ লাইন এক সাথে কানেকশন করা হয় তা মনে অনেকে দেখেনি তাই এই সিঙ্গেল লাইন কে কিভাবে ৩ ফেজে অংকন করা যায় বা দেখতে কেমন দেখা যায় তার একটি ডায়াগ্রাম দেয়া হলো। 
Capture
3 phase Electric Line Diagram

3 phase Electric Line Diagram.

যারা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখেছেন কিন্তু ৩ফেজ লাইন এক সাথে কানেকশন করা হয় তা মনে অনেকে দেখেনি তাই এই সিঙ্গেল লাইন কে কিভাবে ৩ ফেজে অংকন করা যায় বা দেখতে কেমন দেখা যায় তার একটি ডায়াগ্রাম দেয়া হলো। । ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।



ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।


Comment Using!!

No comments:

Post a Comment