ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য এ সি সার্কিট থেকে গুরুত্বপুর্ন MCQ (পার্ট-১) - EEELearner

Thursday 27 September 2018

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য এ সি সার্কিট থেকে গুরুত্বপুর্ন MCQ (পার্ট-১)

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য এ সি সার্কিট থেকে গুরুত্বপুর্ন  MCQ (পার্ট-১)

এ সি সার্কিট
এ সি সার্কিট 


হ্যালো বন্দুরা
কেমন আছেন,আশা করি ভাল।



আজ আমি এ সি সার্কিট থেকে গুরুত্বপুর্ন  MCQ আপলোড করছি যা পার্ট-1।আমি এ সি সার্কিট থেকে গুরুত্বপুর্ন কমপক্ষে ১০০টি MCQ দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সি সার্কিট থেকে ম্যাথ ও কিছু গুরুত্বপুর্ন ডেফিনেশন আপলোড করা হবে পরবর্তিতে, আশা করি সাথে থাকবেন।



ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য এ সি সার্কিট হচ্ছে একটি খুব গুরুত্বপুর্ন বিষয়। মেক্সি মাম ম্যাথ এ সি সার্কিট থেকে জব পরিক্ষায় আসে এবং যারা BREB,PDB,DESCO, তে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন।


এ সি সার্কিট থেকে গুরুত্বপুর্ন  MCQ 

১।ফ্যারাডের সূত্রানুসারে একটি কয়েল ই এম এফ আবিষ্টতা হল-



২।একটি পরিবাহীর একটি উত্তর মেরু এবং দক্ষিন মেরুর  মাঝখানে বৃত্তাকারে আকটী পথ যদি একবার পরিক্রমন করে,তবে একটি ভোল্টেজ তরঙ্গের সৃষ্টি হয়,এই তরজ্ঞটিকে কি বলে-

ক)পিরিওড               খ)সাইকেল             
গ)অল্টারনেশন           ঘ)ফ্রিকুয়েন্সি

৩।ভোল্টেজ তরঙ্গের অর্ধাংশ কে কি বলে?

ক)পিরিওড               খ)সাইকেল              
গ)অল্টারনেশন           ঘ)ফ্রিকুয়েন্সি

৪।একটি দুই-পোল বিশিষ্ট অল্টারনেটরের ভিতরে একটি পরিবাহী ৩৬০ডিগ্রী অতিক্রম করলে কয়টি সাইকেল উৎপুন্ন হবে?

ক)৪টি      খ)৩টি      গ)১টি       ঘ)২টি

৫।অপারেটরের মান কত?
ক)-1    
  
গ)ক+খ           ঘ)১

৬।AC সার্কিটের প্যারামিটার কয়টি?

ক)৪টি      খ)৩টি      গ)১টি       ঘ)২টি

৭। AC সার্কিটের প্যারামিটার গুলোর নাম কি?

ক)Resistance, capacitance & FET
খ) Resistance, capacitance, Inductance
গ) Resistance, capacitance
ঘ)উপরের সব

৮।একটি পরিবর্তনশিল রাশির যে কোন মূহুর্তের মান কে কি বলে?

ক)সর্বোচ্চ মান    খ)তাৎক্ষনিক মান               গ)গড় মান        ঘ)কার্যকরি মান

৯।একটি সাইকেলের অর্ধাংশ বা এক এক অল্টারনেশন ব্যাপি বিভিন্ন সময়ে 
অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্টের তাৎক্ষনিক মান সমূহের গড়কে বলা হয়-

ক)সর্বোচ্চ মান    খ)তাৎক্ষনিক মান               গ)গড় মান        ঘ)কার্যকরি মান

১০।এক অল্টারনেশনের ক্ষেত্রেফলকে সময় রেখা বরাবর অল্টারনেশনের দৈর্ঘ্য  দিয়া ভাগ করিয়া------ নির্নর করা হয়?

ক)সর্বোচ্চ মান    খ)তাৎক্ষনিক মান               গ)গড় মান        ঘ)কার্যকরি মান

১১।গড়মান কি? অর্থাৎ Iave  ?

ক) Imax/0.636        খ)0.707 Imax       গ) Imax/0.707        ঘ)0.636 Imax

১২।কার্যকরি মান কি? অর্থাৎ Ieff ?

ক) Imax/0.636        খ)0.707 Imax       গ) Imax/0.707        ঘ)0.636 Imax

১৩।ফরম ফ্যাক্টর ?



১৪।পিক ফ্যাক্টর?


১৫।Form Factor এর মান কত?

ক)1.11     খ)1.414   গ)১.১২     ঘ)কোনটিই নয়

১৬। Peak Factor এর মান কত?

ক)1.11     খ)1.414   গ)1.12     ঘ)কোনটিই নয়

No comments:

Post a Comment