ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য ট্রান্সফরমার থেকে গুরুত্বপুর্ন MCQ (পার্ট-২) - EEELearner

Thursday, 20 September 2018

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য ট্রান্সফরমার থেকে গুরুত্বপুর্ন MCQ (পার্ট-২)

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য ট্রান্সফরমার থেকে গুরুত্বপুর্ন  MCQ (পার্ট-১)

 ট্রান্সফরমার থেকে গুরুত্বপুর্ন  MCQ
ট্রান্সফরমার  MCQ 



হ্যালো বন্দুরা
কেমন আছেন,আশা করি ভাল।



আজ আমি ট্রান্সফরমার থেকে কিছু গুরুত্বপুর্ন MCQ আপলোড করছি যা পার্ট-২।আমি ট্রান্সফরমার উপর কমপক্ষে ১০০টি MCQ দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আশা করি সাথে থাকবেন।



ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য ট্রান্সফরমার হচ্ছে একটি খুব গুরুত্বপুর্ন বিষয়।যা ভাইবা বোর্ডে মোটা মোটি ভালই প্রশ্ন করা হয় এবং যে কোন ইঞ্জিনিয়ারিং জবের ক্ষত্রে অনেক গুরুত্বপুর্নরএবং যারা BREB,PDB,DESCO, তে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন।



ট্রান্সফরমার থেকে গুরুত্বপুর্ন  MCQ

১১।যদি ট্রান্সফরমারের সরবরাহ ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয়,তবে আয়রন লস-
ক)বৃদ্ধি পাবে    খ) হ্রাস পাবে    গ) অপরিবর্তিত থাকবে ঘ) কিছুই হবে না

১২।একটি আদর্শ ট্রান্সফরমারের-
ক)ওয়াইন্ডিং এ কোন রেজিস্ট্যান্স থাকে না
খ)কোরে কোন লস থাকে না
গ)কোরে অসীম পারমিয়্যাবিলিটি থাকে
ঘ)উপরের সব কয়টি

১৩।একটি আদর্শ ট্রান্সফরমারের নো-লোড কারেন্ট I0  
ক)V1 এর 900 পিছনে থাকে     খ) V1 এর 900 সামনে থাকে
গ) V1 এর সাথে ইন ফেজে থাকে   ঘ) V1 এর 00 হতে 900 পিছনে থাকে

১৪।ট্রান্সফরমারের বেশি সংখ্যক প্যাঁচ বিশিষ্ট ওয়াইন্ডিংকে কি বলা হয়?
ক)লো-ভল্টেজ ওয়াইন্ডিং          খ) হাই-ভল্টেজ ওয়াইন্ডিং
গ)ক ও খ উভয়ই         ঘ)কোনটিই নয়

১৫।দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ সর্বদাই-
ক)পরিমানে সমান থাকে
খ)পরস্পর বিপরীত ফেজে থাকে
গ)পরস্পর ইন ফেজে থাকে
ঘ)সেকেন্ডার লোড কর্তৃক নির্ধারিত হয়

১৬।একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে তূলনা করলে প্রাইমারিতে থাকে-
ক)নিন্মতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
খ)নিন্মতর ভোল্টেজ এবং নিন্মতর কারেন্ট
গ)উচ্চতর ভোল্টেজ এবং নিন্মতর কারেন্ট
ঘ)উচ্চতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট

১৭।একটি ট্রান্সফরমারের নো-লোড টেস্ট করা হয় নিন্মের কোনটির নির্ণয়ের জন্য?
ক)কপার লস        খ) ম্যাগনেটাইজিং কারেন্ট
গ)ট্রান্সফরমারের দক্ষতা ঘ)ম্যাগনেটাইজিং কারেন্ট এবং লস

১৮।একটি ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট করা হয় নিন্মের কোনটি নির্ন্যের জন্য?
ক)কপার লস    খ)কোর লস     গ)ইনসুলেশন রেজিস্ট্যান্স          ঘ) দক্ষতা

১৯।কোন ধরনের লোডের জন্য ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়?
ক)রেজিস্টিভ    খ)ইনডাকটিভ    গ)ক্যাপাসিটিভ   ঘ)নো-লোড

No comments:

Post a Comment