একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ একটা আইডিয়া - EEELearner

Sunday, 30 September 2018

demo-image

একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ একটা আইডিয়া


একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ একটা আইডিয়া

emcqbd
ইন্টারভিউ


হ্যালো বন্দুরা

কেমন আছেন,আশা করি ভাল।


আজ আমি একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ নিয়ে কথা বলবো।আমরা আনেকেই ইন্টারভিউ ফেস করছি,তারা অবশ্যই এই নিয়োম গুলো জানি,এবং যারা কোন দিনও ইন্টারভিউ ফেস করেননি তাদের জন্য একটা উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ মডেল নিচে আলোচনা করা হল।


১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিতে হবে-
May I coming Sir. বা আমি কি আসতে পারি স্যার বলে।


২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবেন।স্যার যদি বলেন বসো,তাহলেই বসবেন,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।

৩।আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে,ঠিক মত উত্তর দিবেন,নিজ জেলা,আজ বাংলা কত তারিখ,এই দিনে এক জন বিখ্যাত ব্যাক্তি নাম বলেন,মোটা মোটি একটু জেনে নিবেন।

এখন আসা যাক মুল ইন্টারভিউ-৪। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ ; প্রশ্ন
ক। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-
সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।

খ। সুইচ বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে? 
-
ইনডিকেটর দেখে।

গ। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট? 
-
ভোল্টেজ। 

৫। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-
মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।

৬। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে নাম কি?
- Scrow Driver


৭। দশ জনের কাজ তুমি একাকী কিভাবে করবে?
-
প্রযুকতি ব্যবহার করে।

৮। মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-
বিদুৎ ছেলের নাম

৯। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে? 
-
ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো

১০। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়? 
-
সিংগেল L-N & Three Phase -RST/UVW

১১। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
-
অটো ট্রানসফরমার।

১২। LCD কি?
-Liquid Cristal Display


1৩
VDR কি?
-Voltage Dependent Resistor
 

১৪। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
-
নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%

১৫। একজন মানুষের রেজিসট্যানস কত?
-
. মেগাওহম-.০৫ মেগাওহম।

১৬। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?
-
নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে

তারপর,যদি বলে আপনি আসতে পারেন,সালাম দিয়ে বের হয়ে আসবেন,


ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।ভাল লাগবে কমেন্ট ও শেয়ার করবেন।আপনার শেয়ার করার কারনে অন্যের অনেক উপকার হতে পারে।



Comment Using!!

No comments:

Post a Comment