ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য পাওয়ার সিস্টেম থেকে গুরুত্বপুর্ন 20টি MCQ (পার্ট-2) - EEELearner

Thursday, 20 September 2018

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য পাওয়ার সিস্টেম থেকে গুরুত্বপুর্ন 20টি MCQ (পার্ট-2)

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য পাওয়ার সিস্টেম থেকে গুরুত্বপুর্ন 20টি MCQ (পার্ট-2)

পাওয়ার সিস্টেম এর MCQ
পাওয়ার সিস্টেম  MCQ


হ্যালো বন্দুরা
কেমন আছেন,আশা করি ভাল।

আজ আমি পাওয়ার সিস্টেম এর MCQ পার্ট-২ থেকে 20 টি MCQ আপলোড করছি।আমি পাওয়ার সিস্টেমের উপর কমপক্ষে ১০০টি MCQ দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আশা করি সাথে থাকবেন।

ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য পাওয়ার সিস্টেম হচ্ছে একটি খুব গুরুত্বপুর্ন বিষয়।যা থেকে অনেক প্রশ্ন চাকরি পরিক্ষায় আসে।এবং যারা BREB তে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন।

পাওয়ার সিস্টেম থেকে 20 টি MCQ পার্ট-২

১।ট্রান্সমিশনের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি?
ক) DC            গ)AC
) উভয়টি         ) কোনটিই নহে

২।ট্রান্সমিশন লাইনের উপর একটি পাওয়ার ট্রান্সমিশন সেরা মান অর্জন করে, যখন স্ট্যান্ডিং ওয়েভ রেশিও (SWR) হয়-
ক) 2:1      খ)1:2        ) 1:1       ) 1:3

৩।একটি ট্রান্সমিশন লাইন,যার Z=75  ,300  লোডে পাওয়ার সরবরাহ করছে,এর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও(SWR) কত হবে?
ক) 2:1      খ)1:2        ) 1:4       ) 4:1

৪।লাইন এবং লোডের মধ্যে পারফেক্ট ম্যাচের জন্য Kr এর মান কত হওয়া উচিত?
ক) 0       খ)1     ) 0 এবং1 মধ্যে     ) কোনটিই নহে

৫।ট্রান্সমিশন লাইনে কোন ধরনের শান্ট ক্যাপাসিটেন্স avoid  করা হয়?
ক) Short                 খ)Long       ) Medium        ) কোনটিই নহে

৬।Average লোড যদি Increase  হয়, তবে লোড ফ্যাক্টর-
ক) Increase  হবে                          গ)অপরিবর্তিত থাকবে
) Decrease  হবে                 ) কোনটি নয়

৭।কন্ডাকটরের ইকোনমিক সাইজ নির্নয় করা হয়-
ক) ওহমের সূত্র দ্বারা                       গ) কেল্ভিনের সূত্র দ্বারা
) কারশফের সূত্র দ্বারা         ) জ্বলের সূত্র দ্বারা

 ৮।AC  System Primary Transmission করা হয়-
ক) 3 phase 3 wire                         গ) 3 phase 4 wire
) 2 phase 3 wire                 ) 3 phase এর মধ্যবিন্দু মাধ্যে

৯।ট্রান্সমিশন লাইনের বার্ষিক খরচ নির্ধারন করা হয় P1+P2 করা হয়-



১০। SWR কি?
ক) স্ট্যান্ডিং ওয়েভ রেশিও                         গ) স্ট্যান্ডিং ওয়েভ রেটিং
) স্ট্যান্ডিং ওয়েভ রেজিস্ট্যান্স             ) স্ট্যান্ডিং ওয়ার রেশিও

১১। ট্রান্সমিশন লাইনের চাজিং কারেন্ট,লাইন লস-
ক) বাড়ায়             খ)কমায়       ) স্থির রাখে       ) কোনটিই নহে

১২। ট্রান্সমিশন লাইনের চার্জ ভোল্টেজ নিবারনে কি ব্যবহৃত হয়?
ক) বুখলজ রিলে                           গ) কোনটিই নহে
) লাইটনিং অ্যারেস্টার             ) যে কোনটি


১৪।মোটা তারের করোনা কেমন হয়?

ক) বেশি                  খ)কম            ) অপরিবর্তনীয়      ) যে কোনটি

১৫।কোন সময় করোনা বেশি হয়?
ক) গ্রীষ্ম কালে                            গ) শীত কালে
) বর্ষা কালে                     ) সব সময় একই থাকে

১৬।করোনার কারনে কোন গ্যাসের সৃষ্টি হয়?
ক) CO2                   খ)O2     ) O3        ) সব সময় একই থাকে

১৭।করোনার কারনে কি কারেন্ট প্রবাহিত হয়?
ক) ল্যাগিং                খ)লিডিং       ) হারমোনিক       ) যে কোনটি

১৮।ট্রান্সমিশন লাইনের ভেলোসিটি ফ্যাক্টর-
ক) সর্বদাই একের চেয়ে                         
গ)  বায়ু সাধনের জন্য কম হয়
) চারদিকের মাধ্যমের পারমিটিভিটির উপর নির্ভর করে            
) স্কিন ইফেক্ট দ্বারা পরিচালিত হয়

১৯।বাংলাদেশের সর্বোচ্চ ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?
ক) 230V                খ)220V       ) 400V      ) 110V

২০।বাংলাদেশের সর্বনিম্ন ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?
ক) 11KV                 খ)33KV       ) 66KV      ) 230KV

No comments:

Post a Comment