ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য পাওয়ার সিস্টেম থেকে গুরুত্বপুর্ন MCQ(পার্ট-১)
পাওয়ার সিস্টেম MCQ |
হ্যালো বন্দুরা
কেমন আছেন,আশা করি ভাল।
আজ আমি পাওয়ার সিস্টেম থেকে 20 টি MCQ আপলোড করছি।আমি পাওয়ার সিস্টেমের উপর কমপক্ষে ১০০টি MCQ দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।আশা করি সাথে থাকবেন।
ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য পাওয়ার সিস্টেম হচ্ছে একটি খুব গুরুত্বপুর্ন বিষয়।যা থেকে অনেক প্রশ্ন চাকরি পরিক্ষায় আসে।এবং যারা BREB তে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন।
পাওয়ার সিস্টেম থেকে 20 টি MCQ
১। জ্বালানি পরিবহন খরচ কম কোন পাওয়ার স্টেশনের?
ক) স্টিম গ)উইন্ড
খ) হাইড্রোইলেক্ট্রিক ঘ) পারমাণবিক
২।অপারেশন ও মেনটেন্যান্স
খরচ কম কোন পাওয়ার পান্টে?
ক) ডিজেল গ)স্টীম
খ) হাইড্রোইলেক্ট্রিক ঘ) পারমাণবিক
৩।ডিজেল পাওয়ার পান্ট
ব্যবহার করা হয়-
ক) লোডের উপর ভিত্তি করে গ)সট্যান্ড
বাই রাখার জন্য
খ) সব সময় চালুর জন্য ঘ) কোনটিই নয়
৪।ডিজেল পাওয়ার পান্ট
সাধারণত ব্যবহার করা হয়-
ক) বেস লোড স্টেশনে গ)পিক লোড
স্টেশনে
খ) অফ পিক স্টেশনে ঘ) সবগুলো
৫।সাধারণত কোন দূরুত্বে
পাওয়ার ট্রান্সমিশনের জন্য কি ধরনের হাই ভোল্টেজ প্রয়োজন?
ক) DC গ)AC
খ) Career ঘ) half wave rectifed
৬।একটি ট্রান্সমিশন
লাইনের প্রতি একক দৈর্ঘ এবং ক্যারেকটারিস্টিক ইম্পিডেন্সে ইন্ডাকট্যান্স এবং
ক্যাপাসিট্যান্সের মধ্যে সম্পর্ক-
৭।ফ্রিকোয়েন্সির
উঠানামার হার কত?
ক) ১% গ)২.৫%
খ) ২% ঘ) ৩%
৮।ডিমান্ড ফ্যাক্টরের মান
১ এর চেয়ে-
ক) বড় গ)সমান
খ) ছোট ঘ) সবগুলো
৯।ডাইভারসিটি ফ্যাক্টরের
মান ১ এর চেয়ে-
ক) বড় গ)সমান
খ) ছোট ঘ) সবগুলো
১০।ফেরান্টিক এফেক্ট
লাইনের জন্য-
ক) ক্ষতিকর গ)ভাল
খ) কিছুই না ঘ) সবগুলো
১১।স্ক্রিন এফেক্টের জন্য
দায়ী কে?
ক) কাপাসিটর গ)ইন্ডাক্টর
খ) রেজিস্টার ঘ) সবগুলো
১২। স্ক্রিন এফেক্ট বেশি
হলে রোধ কী হয়?
ক) কমে গ)অপরিবর্তনীয়
খ) বাড়ে ঘ) সবকয়টি
১৩।সেফটি ফ্যাক্টরের
সর্বনিম্ন মান কত?
ক) ১ খ)৩ গ) ৫ ঘ) ৭
১৩।সেফটি ফ্যাক্টরের
সর্বোচ্চ মান কত?
ক) ১ খ)৩ গ) ৫ ঘ) ৭
১৪।পাওয়ার ফ্যাক্টর কম
হলে লাইন ড্রপ কেমন হয়?
ক) কম গ)অপরিবর্তনীয়
খ) বেশি ঘ) যে কোনটি
১৫।একজন গ্রাহকের সাশ্রয়ী
পাওয়ার ফ্যাক্টর হয় সাধারণত-
ক) 0.95leg খ)Unity গ)0.6leg ঘ) 0.85lead
১৬।পাওয়ার ফ্যক্টর
দারুনভাবে হ্রাস পেলে লাইনে...... কারেন্ট প্রবাহিত হয়।
ক) ল্যাগিং খ)লিডিং গ) অপরিবর্তনীয় ঘ) যে কোনটি
১৭।আর্থিক সাশ্রয়ের জন্য ট্রান্সমিশন
লাইনের ভোল্টেজ কত হওয়া উচিত?
ক) High খ)Low গ) Medium ঘ) Very Low
১৮।বাংলাদেশের সর্বোচ্চ
ট্রান্সমিশন ভোল্টেজ কত?
ক) 230V খ)230KV গ) 400KV ঘ) 33KV
১৯।বাংলাদেশের সর্বোনিন্ম
ট্রান্সমিশন ভোল্টেজ কত?
ক) 230V খ)230KV গ) 400KV ঘ) 33KV
২০।ট্রান্সমিশন লাইন
একটি-
ক) একটিভ নেটয়ার্ক গ)প্যাসিভ নেটয়ার্ক
খ) লিনিয়ার নেটয়ার্ক ঘ) কোনটিই নহে
Many many thanks
ReplyDeleteবাংলাদেশেরসর্বোচ্চ ট্রান্সমিশনভোল্টেজ 400Kv হবে।
ReplyDelete