ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবের জন্য রেক্টিফায়ার থেকে গুরুত্বপুর্ন MCQ (পার্ট-১)
রেক্টিফায়ার |
হ্যালো বন্দুরা
কেমন আছেন,আশা করি ভাল।
আজ আমি রেক্টিফায়ার থেকে গুরুত্বপুর্ন MCQ আপলোড করছি যা পার্ট-1।আমি রেক্টিফায়ার থেকে আরো গুরুত্বপুর্ন MCQ দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রেক্টিফায়ার থেকে ম্যাথ ও কিছু গুরুত্বপুর্ন ডেফিনেশন আপলোড করা হবে পরবর্তিতে, আশা করি সাথে থাকবেন।
ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য রেক্টিফায়ার হচ্ছে একটি খুব গুরুত্বপুর্ন বিষয়।রেক্টিফায়ার থেকে ম্যাথ জব পরিক্ষায় আসে এবং যারা BREB,PDB,DESCO, তে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন।
রেক্টিফায়ার থেকে গুরুত্বপুর্ন MCQ
রেক্টিফায়ার থেকে গুরুত্বপুর্ন MCQ
১।পাওয়ার সাপ্লাই এর রিপ্ল ফ্যাক্টর বলতে কি
বুঝায়-
ক)ডায়োড রেটিং খ)ইহার ফিল্টার দক্ষতা
গ)আউটপুট পাওয়ার এর পিউরিটি ঘ)ইহার ভোল্টেজ
রেগুলেশন
২।আদর্শ ইনপুট জন্য কোন রেক্টিফায়ারের রিপল
ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি?
ক) ব্রীজ খ)ফুল
ওয়েভ গ)হাফ ওয়েভ ঘ)থ্রী-ফেজ ওয়েভ
৩।হাফ ওয়েভ রেক্টিফায়ারের তুলনায় ফুলওয়েভ
রেক্টিফায়ারের দক্ষতা দ্বিগুন হওয়ার কারন কি?
ক)ইহার রিপল ফেক্টর খুব কম
খ)ইহাতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়
গ)ইহা ইনপুটের উয়েভ অর্ধ সাইকেল কাজ করে
ঘ)ইহার লাইন ফ্রিকুয়েন্সি বেশি
৪।ফুল ওয়েভ রেক্তিফায়ারের সার্কিটের নেগেটিভ
পয়েন্ট হল-
ক)যে কোন প্লেড খ)যে
কোন ক্যাথোড
গ)হাই ভোল্টেজ সেকেন্ডারি স্টোর টেপ ঘ)কোনটিই নয়
৫।হাফয়েভ রেক্টিফায়ারের আউটপুট এর সুবিধাজনক
ব্যবহার ক্ষেত্র কোনটি?
ক)এসি মোটর চালায় খ)গাড়ির রেডিও চালনায়
গ)টেপ রেকডার চালনায় ঘ)ব্যাটারি চার্জিং এ
৬।একটি LED হইতে যে রং নির্গত হয় এর আলো বাহির হয় তা নির্ভর করে কিসের উপর?
ক)রিবার্স বায়াসের উপর
খ)ফরয়ার্ড বায়াসের উপর
গ)ফরয়ার্ড কারেন্টের পরিমানের উপর
ঘ)ব্যবহৃত সেমিকন্ডাটরের মেটারিয়ালের
প্রকারভেদের উপর
৭।রেক্টিফায়ারের সার্কিটের সাথে ফিল্টার
ব্যবহার করা হয় কেন?
ক)রিপল ফ্যাক্টর পাওয়ার জন্য
খ)বেশি পরিমান DC ভোল্টেজ পাওয়ার জন্য
গ)বিশুদ্ধ DC পাওয়ার জন্য
ঘ)সার্কিটের ইফেসিয়েন্সি বাড়ানোর জন্য
৮।ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিট্যান্সের উপর ভিত্তি
করে কাজ করে?
ক)জিনার ডায়োড
খ)ফটো ডায়োড
গ)রেক্টিফায়ার ডায়োড
ঘ)ভ্যারিকটর ডায়োড
৯।Voltage
stabilizing সার্কিটে ব্যবহার কৃত ডায়োডের নাম কি?
ক)ভ্যারিকটর ডায়োড
খ)ফটো ডায়োড
গ)জিনার ডায়োড
ঘ)সটিক ডায়োড
১০।ব্রীজ রেক্টিফায়ারের দক্ষতা?
ক)৮১.২% খ)১.১১% গ)৪০.৬% ঘ)১.২১%
১১।সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়
কোন ধরনের রেক্টিফায়ের-
ক)ব্রীজ
খ)ফুল ওয়েভ গ)হাফ ওয়েভ ঘ)কোনটিই
নয়
১২।যদি লাইন ফ্রিকুয়েন্সি ৬০Hz হয়,তবে হাফওয়েভ রেক্তিফায়ারের আউটপুট
ফ্রিকুয়েন্সি কত হবে?
ক)30Hz খ)60Hz গ)120Hz ঘ) 240Hz
১৩।রীপল ফ্যাক্টর-
ক)Peak
value/RMS value
খ)RMS value/Peak Value
গ)Peak value/DC value
ঘ)RMS value/DC value
১৪।একটি ব্রীজ রেক্টিফায়ারের রিপল ফাক্টর কত হওয়া উচিত?
ক)০.৪০৬ খ)০.৮১২
গ)১.২১ ঘ)১.১১
১৫।কোন রেক্টিফায়ারের রেক্টিফিকেশন রেশিও
সবচেয়ে ভাল-
ক)থ্রী ফেজ ফুল ওয়েভ
খ)ফুল ওয়েভ
গ)হাফ ওয়েভ
ঘ)ব্রীজ
No comments:
Post a Comment